ঢাকা: জামিনের জন্য বাংলাদেশের হাইকোর্টে আবেদন করেছিলেন সেদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হবে বলে জানালেন চিন্ময়ের আইনজীবী। সম্ভবত আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। পরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। এর আগে চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রামের মেট্রোপলিটান আদালত। তারপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আদালত চত্বর। সংঘর্ষের মাঝে এক আইনজীবীরও মৃত্যু হয়। তারপরেও দু’বার চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তাঁর হয়ে যাতে কেউ সওয়াল করতে না পারেন, তার জন্য হিন্দু ধর্মাবলম্বী আইনজীবীদের এজলাসে ঢুকতে দিতে বাধা ও খুনের হুমকিও দেওয়া হয়েছিল।
চিন্ময়ের এক আইনজীবী সোমবার বলেন, ‘আমরা ১২ জানুয়ারি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলাম। আজ, সোমবার বিষয়টি আদালতে উল্লেখ করা হয়। আদালত জানিয়েছে, তালিকা মেনে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।’ চিন্ময়কে গ্রেপ্তারির পর থেকে বারবারই অভিযোগ করা হয়েছে, বিনা কারণে তাঁকে জেলবন্দি করে রেখেছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। তাই হাইকোর্ট চিন্ময়ের জামিন মঞ্জুর করে কি না, তার দিকে নজর সকলের।