লখনউ: গ্যাংস্টার মুল্লা আফরোজের গুলিতেই সম্ভলে মৃত্যু হয়েছিল অন্তত দু’জন বিক্ষোভকারীর। সোমবার এমনই দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিস। মুঘল আমলে তৈরি শাহি জামা মসজিদে সমীক্ষা ঘিরে গত ২৪ নভেম্বর পুলিসের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিসের গুলিতে চারজনের মৃত্যু হয় বলে অভিযোগ। পুলিস অবশ্য গুলি চালনার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে। রবিবার সম্ভলের হিংসায় যুক্ত থাকার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের মধ্যে অন্যতম আফরোজ। সোমবার সম্ভলের অতিরিক্ত পুলিস সুপার শ্রীশচন্দ্র বলেন, ‘সংঘর্ষের সময় সঙ্গীদের নিয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় আফরোজ। পাশাপাশি তারা শূন্যেও গুলি চালায়। বিশৃঙ্খলার মধ্যে তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয় বিলাল এবং আয়ান নামে দুই বিক্ষোভকারীর।’
ওই ঘটনায় আফরোজের গ্রেপ্তারিকে যোগী রাজ্যের পুলিস বড় সাফল্য হিসেবেই দেখছে। তাদের দাবি, কুখ্যাত গ্যাংস্টার শারিক শাঠের দলের অন্যতম সদস্য আফরোজ। ২০২০ সালে জামিন পাওয়ার পর ভুয়ো পাসপোর্ট বানিয়ে শাঠে সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে যায়। দাউদ ইব্রাহিম ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ শাঠে বিদেশ থেকেই ভারতে গ্যাং অপারেট করে। তার নামে ৫৪টি মামলা রয়েছে। সেই গ্যাংয়ের অন্যতম সদস্য এই আফরোজ।