অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
রবিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৮ বছর বয়সি ওই মুক্তিযোদ্ধার নাম আবদুল হাই ওরফে কানু। রাজনৈতিক কারণে আট বছর ঘরছাড়া ছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। ররিবার দুপুরে জামাত-শিবিরের একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায়। কানুকে জোর করে কাছের স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। তার সঙ্গে চলে শারীরিক হেনস্তা। কানু বারবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা বললেও হামলাকারীরা সেকথা কানে তোলেনি। অভিযুক্তরাই সেই ভিডিও সমাজমাধ্যমে আপলোড করে। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন কানু। তাঁকে ফেনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শুয়েই তাঁর প্রশ্ন, ‘কার জন্য দেশ স্বাধীন করেছিলাম? এভাবে জুতোর মালা পরার জন্য নিশ্চয়ই নয়।’ এলাকা ছাড়ার আগে কানুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, থানায় গেলেও পুলিস অভিযু্ক্তদের নামে অভিযোগ নিতে চায়নি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেনি জামাত-শিবির। তারাও অভিযুক্তদের শাস্তির দাবি করেছে।