অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
‘আম আদমি পার্টি এবার ৬০-র অধিক আসন পাবে’ বলেই সোমবার দাবি করলেন দলের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। বললেন, ‘গতবারের মতোই রেজাল্ট হবে। কংংগ্রেস পাবে শূন্য।’ আপের মূল চিন্তা, বিজেপির পক্ষ থেকে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাতিলের উদ্যোগ। তাই আম আদমি পার্টিও দিল্লির নির্বাচন কমিশনকে এ ব্যাপারে চাপে রেখেছে। বলা হয়েছে, যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে তারা যাতে ভোট দিতে পারে, তা কমিশনকে নিশ্চিত করতে হবে।
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাতিল অথবা যুক্ত করতে দিল্লির ৩৪টি বিধানসভা কেন্দ্রে ৪৬ হাজার ৪৩৫টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, আপের অভিযোগ, পালম, শাহদরা, জনকপুরি, তুঘলকাবাদের মতো ন’টি এলাকায় বিজেপির পক্ষ থেকে ২৫ হাজার ৫১৪ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সঞ্জয় সিং তাই প্রশ্ন তুলেছেন, কয়েকদিন আগেই লোকসভার ভোট হয়েছে। বিজেপি দিল্লিতে সাতে সাত পেয়েছে। তখন তো এই ভোটার তালিকা মেনেই ভোট হয়েছে। বিজেপি তো আপত্তি করেনি? তাহলে এখন কেন? আসলে বিজেপি ফের হারের ভয়ে মরিয়া হয়ে আপের ভোটারদের নাম বাতিল করতে চাইছে।
তবে বিজেপি যতই চেষ্টা করুক, মাসে ১০ হাজার টাকার কম বেতন, আয়কর না দেওয়া সব মহিলাকে হাজার টাকার অনুদানের ‘নারী সম্মান’প্রকল্প এবং ষাটোর্ধ্ব দিল্লিবাসীকে ফ্রি চিকিৎসার প্রকল্পই আপ’কে ফের ক্ষমতায় ফেরাবে বলেই প্রত্যাশা। এই দুই প্রকল্পই কেজরিওয়ালের মাস্টারস্ট্রোক বলেই মনে করছে আম আদমি পার্টি। বাকি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, জলের বিল ফ্রির মতো প্রকল্প তো রয়েইছে।