অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
আর্জিতে বলা হয়েছে, ২০২১ সালের জুনে সোশ্যাল মিডিয়া পোস্টে লক্ষ্মীর বিরুদ্ধে ‘কালো টাকা’য় সুইজারল্যান্ডে সম্পত্তি কেনার অভিযোগ করেছিলেন সাকেত। এর পরিপ্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করেছিলেন মন্ত্রী-পত্নী। সেই মামলায় তৃণমূল সাংসদকে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশের পাশাপাশি ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি এখনও সেই নির্দেশ পালন করেননি বলে অভিযোগ। সাকেত যাতে আদালতের নির্দেশ পালন করেন সেই আবেদন নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লক্ষ্মী পুরি।