দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
এদিন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে অভিযোগ করেন মুর্শিদাবাদের রানিনগর বিধানসভা কেন্দ্র নিয়ে। সেখানকার তিন ভোটার মহম্মদ সাইদুল ইসলাম, মহম্মদ আলি হোসেন ও বানেরা বিবির এপিক কার্ডের নম্বর ব্যবহার করেছে হরিয়ানার চার বাসিন্দা। হরিয়ানার ওই তিন বাসিন্দা হল সোনিয়াদেবী, মনজিৎ এবং দীপক। একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার রতনপুর জুনিয়র বেসিক স্কুলের ১২ নম্বর বুথের ভোটার তসলিম মিয়াঁর এপিক কার্ড নম্বর ব্যবহার করেছে গুজরাতের জনৈক জিগেশ। মালদহ রেজিস্ট্রি অফিসের কর্মী তসলিম বলেন, এ খবর জানার পর থেকেই আতঙ্কিত। আমার এপিক নম্বর যে ব্যবহার করে ভোটার হয়েছে, সে অপরাধ করলে, দায় তো আমার উপর বর্তাবে!
ভোটার তালিকায় ভুয়ো ভোটারের ‘অনুপ্রবেশ’ নিয়ে সতর্কবাণীর পর এদিন বিকেলে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সোশ্যাল মিডিয়ায় একই এপিক কার্ডের ব্যবহার নিয়ে আরও একটি অভিযোগ তথ্য সহকারে তুলে ধরেন। ওই পোস্ট অনুযায়ী, মাথাভাঙা-২ নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলের ভোটার আরতি সরকার। তাঁর সচিত্র ভোটার পরিচয়পত্রের নম্বর ব্যবহার করেছে উত্তর প্রদেশের লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার বিবেকানন্দ প্রভুশঙ্কর!