নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে দায়ের হওয়া মামলায় কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের নামে থাকা একাধিক অ্যাকাউন্ট ভেঙে ওই টাকা তছরুপ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, রাজ্যকে মামলার কেস ডায়েরি পেশ করতে হবে। পাশাপাশি অডিটর জেনারেল অব ইন্ডিয়াকে আদালতের নির্দেশ, অর্থ নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখে আগামী শুনানির দিন প্রাথমিক রিপোর্ট দিতে হবে। এছাড়াও ঘটনায় অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে তাও বর্ধমান বিশ্ববিদ্যালয়কে হলফনামা আকারে জমা দিতে হবে। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এপ্রিল মাসে ফের মামলার শুনানি।
উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত। সিআইডি প্রাথমিক তদন্ত রিপোর্ট দিয়ে জানায়, অন্তত ২ কোটি টাকার হিসেব গরমিল রয়েছে। সেই মামলায় এখন ইডিও তদন্ত করছে।