অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
শীত পড়লে পর্যটকদের আনাগোনা শুরু হয় গড়চুমুক পর্যটনকেন্দ্রে। নদীর ধারে শীতের রোদ মেখে পিকনিকের মজা উপভোগ করতে ছুটির দিনে পর্যটকদের ভিড় জমজমাট হয়। পর্যটনকেন্দ্র দূষণমুক্ত রাখতে প্রশাসন ডিজে সাউন্ডবক্স না বাজাতে, থার্মোকল ব্যবহার সহ একাধিক নির্দেশিকা জারি করেছিল। তবে অভিযোগ, তা সত্ত্বেও অনেকে লুকিয়ে এসব ব্যবহার করে পরিবেশ দূষিত করেন। সোমবার পর্যটকদের সচেতন করতে কলাপাতা, মাটির গ্লাস, কাপড়ের ব্যাগ, শিশুদের উপহার নিয়ে গড়চুমুক যান দেবাশীষবাবু। পর্যটকদের পরিবেশ রক্ষার কথা বলেন। পাশাপাশি উপহার দেন। তিনি বলেন, ‘বছরের বিশেষ দিনে এক শ্রেণির মানুষ পরিবেশ দূষণ করেন। সে কাজের খেসারত দিতে হয় এলাকার বাসিন্দাদের। তাই সবাইকে সচেতন করতে এই উদ্যোগ নিয়েছি।’ এইভাবে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। পিকনিকে আসা পর্যটকদের বক্তব্য, দেবাশীষবাবু একা নন সকলে এই বিষয়ে সচেতন হলে তবেই পরিবেশ রক্ষা সম্ভব। নিজস্ব চিত্র