স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
স্থানীয় সূত্রের খবর, বেজুরি গ্রামের দ্বারকা নদ থেকে মাফিয়ারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তুলে পাচারের কাজ চালিয়ে আসছে। রাজনৈতিক মদতপুষ্ট হওয়ায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখান না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। অবৈধ ঘাটগুলিতে পুলিস প্রায়ই অভিযান চালাচ্ছে। তারপরও বেজুরি গ্রামে বেপরোয়া ভাবে অবৈধ বালি উত্তোলন চলছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিস অভিযান চালায়। তাঁরা জানিয়েছেন, এই ধরণের অভিযান প্রায়ই চলবে।