স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, এলাকার মানুষকে কারখানা কর্তৃপক্ষ জল দিতে বাধ্য। যতদিন না তাঁরা নিজেদের দায়িত্ব পালন করছেন আমরা আন্দোলনে থাকব।
প্রসঙ্গত, কুলটিতে ইস্কো কারখানার একটি অংশ ছিল। সেইল ইস্কো অধিগ্রহণ করার পর এই কারখানা সেইল গ্রোথ ওয়ার্কস নামে চলতে থাকে। দীর্ঘদিন ধরেই এই কারখানা সংলগ্ন এলাকা এবং ইস্কো টাউনশিপে জল সরবরাহ করত কারখানা কর্তৃপক্ষ। কয়েকমাস ধরেই সেই জল সরবরাহ ব্যাহত হচ্ছে। যা নিয়ে একাধিকবার আন্দোলনও হয়েছে। এদিন সেই আন্দোলন অনেক বেশি তীব্র ছিল। বাসিন্দাদের প্রশ্ন, কতমাস এভাবে জল না পেয়ে আমরা দিনযাপন করব। এলাকাবাসীর আন্দোলনে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুলটির তৃণমূল নেতারা যোগ দেওয়ায় তা অন্য মাত্রা পায়। আন্দোলনের চাপে কারখানার গেট বন্ধ করে দিতে হয় সিআইএসএফকে। তারপরও আন্দোলনকারীরা সিআইএসএফের বাধা টপকে কারখানায় ঢোকার চেষ্টা করে। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে কারখানার আধিকারিকরা গাড়ি নিয়ে কারখানায় ঢুকতে চাইলে তাঁদের গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। সিআইএসএফ বল প্রয়োগ করে তাঁদের সরাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। কারখানার ভিতরে ঢুকে পড়ে অনেকে। এক প্রকার বাধ্য হয়েই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় সেইল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ পর কারখানা থেকে বেরিয়ে আন্দোলনকারীরা বলেন, বৈঠক ফলপ্রসু হয়নি। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জল দিতে চায় না।
এরপরই সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সেইলের এগজিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত কারখানার গেট অবরূদ্ধ থাকবে। কারখানা থেকে শ্রমিকদের বের হতে দেওয়া হলেও আধিকারিকদের কারখানার ভিতরই আটকে রাখা হবে। বিকেল পর্যন্ত কোনও আধিকারিককে গেটের বাইরে বের হতে দেয়নি আন্দোলনকারীরা।
সেইল কর্তৃপক্ষের অভিযোগ, বরাকর থেকে পাইপ লাইনে জল আসে। কারখানায় জল আসার আগেই বিপুল পরিমাণ জল চুরি করে নেওয়া হচ্ছে। যতটুকু জল পাওয়া যাচ্ছে তা দিয়েই আবাসন, এলাকায় জল দেওয়া হচ্ছে। তাদের আরও অভিযোগ, যাঁরা জলের দাবি করছেন তাঁরা জবরদখল করে আছেন। কর্তৃপক্ষের আশঙ্কা, এই কারখানার জন্য ২১৩ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা রয়েছে। স্টিল ফাউন্ড্রি প্রকল্প সম্প্রসারণ করা হবে। সাড়ে ৩০০ নতুন মানুষ কাজ পাবেন। ধারাবাহিক আন্দোলনে তা ভেস্তে যেতে পারে। কারখানার চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস সেনগুপ্ত বলেন, যত বেশি সম্ভব জল দেওয়া যায় তা দেওয়া হচ্ছে।