সংবাদদাতা, কালনা: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সঞ্জয় বাগদি(৩৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর এলাকায়। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় মঙ্গলবার ট্রেনে হাওড়ায় কাজে যাচ্ছিলেন। তিনি কামরার গেটের কাছে ছিলেন। নবদ্বীপ ছেড়ে কালীনগর স্টেশনে যাওয়ার পথে সঞ্জয় আচমকাই ট্রেন থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে অন্যত্র রেফার করেন। রাতে কালনা হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতগাছিয়ায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু: মঙ্গলবার কালনা থানার সাতগাছিয়া এলাকায় একটি ইটভাটায় এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদিন ভাটার একটি ঘরে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। মৃতের নাম মাতলু মুণ্ডা(৪২)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের গোবিন্দপুরে। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।