সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
অভিযোগের তির কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান, সিইও, সেক্রেটারি সহ বোর্ড অব ডিরেক্টর্সের বিরুদ্ধে। চারু মার্কেট থানার ১২, চারুচন্দ্র প্লেস (ইস্ট)-এ সেইলের এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কার্যলয়। তাই প্রতিদিন চারু মার্কেট থানায় ভিড় জমাচ্ছেন প্রতারিত সেইল কর্মীরা। জানুয়ারি মাসের গোড়ার দিকে লিখিত অভিযোগ আসতে শুরু করে পুলিসের কাছে। প্রতারিত কর্মীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলেও চারু মার্কেট থানার পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকী তদন্তে এখনও পর্যন্ত তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে প্রতারিতদের মধ্যে।
সূত্রের খবর, এই আর্থিক তছরুপের তদন্তে নেমে পুলিস প্রতারিত কর্মীদের কাছ থেকে বিনিয়োগের নথি সংগ্রহ করছেন। তার ভিত্তিতে আগামী দিনে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।