সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
পুলিস জানিয়েছে, মৃতার পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৩০। শরীরে প্রচুর আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার জন্য আশপাশের থানা এলাকায় ছবি পাঠানো হয়েছে। মহিলার পরনে ছিল জিনস ও লাল টপ। এক প্রত্যক্ষদর্শী বলেন, মহিলাকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মহিলা বলেছিলেন, তাঁর বাড়ি মুর্শিদাবাদে। স্বামী তাঁকে মেরেছেন। কিন্তু এর বেশি আর কিছু বলতে পারেননি। এমনভাবে আঘাত করা হয়েছে যে বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছিল। মহিলার মুখের একদিক থেঁতলানো ছিল। সম্ভবত কোনও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাঁকে। পুলিস স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে। মহিলার বাড়ি সম্পর্কে সঠিক তথ্য জানারও চেষ্টা করছে। কী কারণে খুন, তাও দেখছে তারা।