Bartaman Patrika
হ য ব র ল
 

একাগ্রতায় বিশ্বজয়

বিশ্বজয়ী অধিনায়কদের তালিকায় কপিল ও ধোনির পর নতুন সংযোজন রোহিত। এই তিন ক্রিকেট ক্যাপ্টেনের দৌলতে চারবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে দেশ। তাঁদের রূপকথার মতো উত্থানের গল্প শোনালেন সৌরাংশু দেবনাথ

প্যাশন না থাকলে দৌড়নো যায় না স্বপ্নপূরণের লক্ষ্যে। নিষ্ঠা, একাগ্রতা, ভালোবাসা ছাড়া সম্ভব নয় উৎকর্ষকে ধাওয়া করা। পড়াশোনা হোক বা খেলাধুলো, সাফল্যের প্রাথমিক শর্ত এগুলোই। আর দরকার নিজের স্কিলে সুতীব্র আস্থা। অনন্ত চাপের মুখেও সেরাটা বের করে আনার মানসিক কাঠিন্য। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা— এদেশের তিন বিশ্বকাপ জয়ী অধিনায়কের কেরিয়ারেই তা প্রতিফলিত।
কপিলের গলায় একসময়ের তুমুল জনপ্রিয় বিজ্ঞাপনী ট্যাগলাইন ছিল ‘পামোলিভ কা জবাব নেহি’। হৃদয়ের উথালপাথাল আবেগ আর অনুভূতি যদিও বলবে, তাঁরই জবাব হয় না। তুলনাহীন খোদ কপিলই! ১৯৮৩ সালের ২৫ জুন টেমসের পাড়ে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। লর্ডসের ফাইনালে মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ে কপিল’স ডেভিলস। মুহূর্তে বদলে যায় ভারতীয় ক্রিকেটের গতিপথ। তার রূপকার অবশ্যই কপিল। এদেশে সত্যিকারের ‘দেব’ তিনি। ‘ক্যাপস’এর কাঁধে চড়েই ঝলমলে আলোয় উত্তরণ ঘটেছিল আন্ডারডগদের। 
কপিলরা থাকতেন চণ্ডীগড়ে। জোরে বল করতে ভালোবাসা ছেলেবেলাতেই। কোচ দেশপ্রেম আজাদের কাছে সেটাই জল-হাওয়া পায়। ঘণ্টার পর ঘণ্টা নেটে ঘাম ঝরাতেন হাসিমুখে। প্রচণ্ড গরমেও ১০-১৫ ওভার হাত ঘোরানো। নিজেকে নিখুঁত করার অন্তহীন সাধনা। একবার আন্তঃস্কুল প্রতিযোগিতায় জায়গা মেলেনি দলে। অনুশীলনে স্কুল ক্যাপ্টেনের জন্য তাই বরাদ্দ হল বিষাক্ত বাউন্সার। ফাটল তাঁর মাথা। আর কখনও স্কুল দল থেকে বাদ পড়েননি। কোচের পরামর্শ ছিল, পেস বোলারের খাওয়া জরুরি। বাবা তাই কয়েকটা গোরুই কিনে ফেলেন। বললেন, ‘এবার যত খুশি দুধ খাও!’ 
কপিলের জীবনদর্শন ছিল সহজ-সরল। উপভোগ করা জরুরি। নইলে অধরাই থাকে সাফল্য। পড়তে ভালো না লাগলে তাই পড়াশোনায় সময় নষ্ট করা বেকার। একই কথা প্রযোজ্য ক্রীড়াক্ষেত্রেও। নিজস্ব ভালো-লাগার জগতেই সেজন্য ঝাঁপিয়ে পড়া উচিত। ‘হরিয়ানা হ্যারিকেন’ সেটাই করেছিলেন। বিশ্বাস করতেন, ভবিষ্যৎ লিখতে হয় নিজেকেই। কাউকে অনুকরণ করে এগনো যায় না। কারণ অনুকরণ করলে আসলকে ছাপিয়ে যাওয়া অসম্ভব। বড় হওয়ার দিনগুলোয় রেডিওতে ধারাভাষ্য শুনতেন কপিল। তখনই আইডল হয়ে ওঠেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। কিন্তু তাঁর মতো ব্যাটিংয়ের চেষ্টা করেননি। বরং পেস বোলিংয়েই সমর্পণ করেন মন-প্রাণ। সাধনা, জেদ আর পরিশ্রমের পতাকা উড়িয়েই পৌঁছন লক্ষ্যপূরণের স্টেশনে। হয়ে ওঠেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের অন্যতম।
ধোনির উত্থানও রূপকথার। ক্রিকেট মানচিত্রে একেবারেই পুঁচকে শহর রাঁচি থেকে উঠে আসা। একদা খড়্গপুর স্টেশনের টিকিট কালেক্টরের ভারতীয় ক্রিকেটের রাজপথে পা রাখার কাহিনি গায়ে কাঁটা দেওয়ার মতোই। কপিলের হাতে কাপ ওঠার ঠিক ২৮ বছর পর ধোনি জেতেন ট্রফি। ২০১১ সালের ২ এপ্রিল আরব সাগরের তীর সাক্ষী থাকে মায়াবী রাতের। অথচ, শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়ায় একসময় ধুঁকছিল ইনিংস। সেই পরিস্থিতি থেকে চাকা ঘোরায় একটা সিদ্ধান্ত। যুবরাজ সিংকে পিছিয়ে দিয়ে ব্যাটিং অর্ডারে এগিয়ে নামেন ধোনি। অথচ, সেবারের আসরে একেবারেই ব্যাটে ছন্দে ছিলেন না তিনি। কিন্তু ফর্ম হাতড়ে বেরনো মাহি ভরসা রাখেন সহজাত ক্রিকেটবুদ্ধিতে। জানতেন, মুরলীধরনকে সামলাতে তিনিই সেরা বাজি। আর সেটাই তফাত গড়ে দেয়। ছক্কা মেরে ধোনির ব্যাট ঘোরানোর ফ্রেম হয়ে ওঠে আত্মবিশ্বাসের জ্বলন্ত প্রতীক। নাটুকে গলায় রবি শাস্ত্রী বলে ওঠেন ‘ধোনি ফিনিশেস ইন স্টাইল’। চ্যাম্পিয়নরাই পারেন এভাবে ঝুঁকি নিতে। বিজয়ের বরমালা সেজন্যই ওঠে গলায়। ভাগ্যদেবীর আনুকূল্য তো সাহসীরাই পান। ধোনির নেতৃত্বেই ২০০৭ সালে শুরু হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত।
সমালোচকরা যদিও বাঘনখ হাতে প্রস্তুতই থাকতেন। ব্যাট হাতে ব্যর্থ হলে অবধারিতভাবেই ‘ক্যাপ্টেন কুল’ হতেন রক্তাক্ত। আসলে তাৎক্ষণিক সিদ্ধান্তের ক্ষমতা কারও কারও ঈশ্বরপ্রদত্ত। ছোটবেলা থেকেই তো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই মজ্জায় মজ্জায়। অনেকবারই হতে হয়েছে বঞ্চনার শিকার। ধোনির ক্রিকেটার হওয়ার গল্পটাও অদ্ভুত। স্কুলে তিনি ছিলেন ফুটবল টিমের গোলকিপার। একদিন উইকেটকিপার আসেনি ক্রিকেট দলের। ধরে বেঁধে ধোনিকেই নামিয়ে দেওয়া হল কিপিং গ্লাভস হাতে। সেটাই পাল্টাল জীবনের গতিপথ। লম্বা চুলের মাহি মারতেন জোরে জোরে শট। ‘মাহি মার রহা হ্যায়’ স্লোগানের 
উৎস সেটাই। 
রোহিত আবার শুধু সাহসী নয়। দুঃসাহসী। কেরিয়ারের শেষদিকে এসে ভাঙচুর করেছেন ব্যাটিংয়ের টেমপ্লেট। শুরুতে সময় নিয়ে ধীরেসুস্থে বড় ইনিংস গড়াই ছিল তাঁর স্টাইল। কিন্তু দলের স্বার্থে বিসর্জন দিয়েছেন ব্যক্তিগত উচ্চাশা। নিজের রানটা গুরুত্বপূর্ণ নয়, উদাহরণ হয়ে উঠেছেন। এমন স্বার্থশূন্য ক্রিকেটারের হাতেই বিশ্বকাপ মানায়। অথচ, তাঁর ভারী চেহারা নিয়ে কম ট্রোলড হননি। সেঁটে দেওয়া হয়েছিল আনফিট তকমা। ২৯ জুনের বার্বাডোজে টি-২০ বিশ্বকাপের ফাইনাল জেতার মুহূর্তে রোহিতের মাঠে সজোরে ঘুসি মারার ছবি তাই মর্মস্পর্শী। পিচের মাটি চেখে দেখা, মেয়েকে কাঁধে বসিয়ে ভিকট্রি ল্যাপে মেতে ওঠা, ঘাসে তেরঙা ঝান্ডা গেঁথে দেওয়ার মতো সোনালি ফ্রেমগুলো জাগায় শিহরন। অথচ, কোচ দীনেশ লাড জহুরির মতো হীরে না চিনলে ক্রিকেটার হওয়াই হতো না। স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস সেভেনে ভর্তির জন্য উদ্যোগ নেন তিনি। তখন মুম্বইয়ে কাকার বাড়িতে থাকতেন রোহিত।  কিন্তু মাসে ২৭৫ টাকা দেওয়ার ক্ষমতা ছিল না কাকার। যে স্কুলে পড়াশোনা করতেন সেখানে লাগত মাসিক ৩০ টাকা। অগত্যা, দীনেশ গিয়ে বলেন প্রিন্সিপালকে। তাঁর হস্তক্ষেপেই কাটে জটিলতা। প্রথমে যদিও বোলার হিসেবেই নজর কাড়েন রোহিত। কোচ জানতেনই না, অফস্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও আগ্রহ রয়েছে নয়া ক্রিকেট শিক্ষার্থীর!
সেই সময় থেকেই নিজের উপর বিশ্বাস মারাত্মক। মার্সিডিজ দেখে কোচকে বলেছিলেন, ‘স্যার, এই গাড়িটা একদিন কিনব।’ উত্তর আসে, ‘পাগল হয়েছিস নাকি? এই গাড়ির দাম জানিস?’ রোহিতের গলা কাঁপেনি, ‘এটাই কিনব স্যার।’ কিনেওছেন তা। নেপথ্যে অবশ্য রয়েছে ঘাম-রক্ত ঝরানোর কাহিনি। প্রতিভা যতই থাক, ঘষে-মেজে শান না দিলে মরচে পড়াই যে নিয়ম! 
কপিল, ধোনি, রোহিতরা নিছক নাম নন, অনুপ্রেরণা। হার-না-মানা জেদ, লড়াকু মানসিকতা, হাড়ভাঙা পরিশ্রম, ত্যাগে মিল ত্রয়ীর। সর্বোচ্চ আসরে অদম্য জেদ আর অনন্ত খিদে প্রয়োজন। তীব্রভাবে না চাইলে কোনওকিছুই যে ধরা দেয় না!
21st  July, 2024
তিতলি আর তুন্দ্রা বিন হাঁস

দিন ধরে খুব মনখারাপ তিতলির। সবার বাড়িতে ‘পেট’ আছে। প্রায় সব বাড়িতেই আছে নানা জাতের পুষ্যি কুকুর। স্প্যানিয়েল-পোমেরিয়ান-ফ্রেঞ্চ বুলডগ থেকে ল্যাব্রাডর-রিট্রিভার-ডাচসুন্ড-অ্যালসেশিয়ান। কিন্তু মা একদম রাজি নয়। কুকুরকে মায়ের খুব ভয়। 
বিশদ

হ্যাঙার অর্গানাইজার

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগিয়ে কেমন করে সুন্দর ক্রাফ্ট তৈরি করা যায়, থাকছে তারই হদিশ। এবারের বিষয় হ্যাঙার অর্গানাইজার। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে।
বিশদ

এলিয়েনদের জন্য পাঠানো উপহার

‘ভয়েজার টু’-এর মধ্যে রয়েছে একটি গোল্ডেন ডিস্ক। যেটি হাতে পেলে ভিনগ্রহীরা জানতে পারবে মানব সভ্যতার কথা। সেই গল্পই শোনালেন উৎপল অধিকারী
বিশদ

শিক্ষক দিবসের শ্রদ্ধার্ঘ্য

আগামী বৃহস্পতিবার ‘শিক্ষক দিবস’। এই বিশেষ দিনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জানালেন পূর্ব বর্ধমানের সড্যা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। বিশদ

01st  September, 2024
সৌরমণ্ডলের শীতলতম গ্রহ
স্বরূপ কুলভী

সূর্য থেকেই সৃষ্টি সৌরজগতের। আর এই সুবিশাল নক্ষত্রকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবী সহ আটটি গ্রহ। এছাড়াও রয়েছে বামনগ্রহ, ধূমকেতু, ধূলিকণা, উপগ্রহ, গ্রহাণু-আরও কত কী। সৌরমণ্ডলে গ্রহগুলির প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।   বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল পাথুরে গ্রহ। বিশদ

01st  September, 2024
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাদুড় বোমা
সায়নদীপ ঘোষ

ভি-৩ কামান, ডামি প্যারাট্রুপার থেকে শুরু করে গোলিয়াথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল হরেক রকমের অত্যাধুনিক অস্ত্র। এই যুদ্ধ যেন ছিল আধুনিক বিজ্ঞানচর্চার এক অভিনব কারখানা। তবে প্রচলিত অস্ত্রের পাশাপাশি গোপন অস্ত্রের সংখ্যাটাও খুব একটা কম ছিল না। বিশদ

01st  September, 2024
আদিম মানুষের আশ্চর্য গুহাচিত্র

সম্প্রতি ইন্দোনেশিয়ায় খুঁজে পাওয়া গিয়েছে ৫০ হাজার বছরের প্রাচীন গুহাচিত্র। আদিম মানবের শিল্পকীর্তির ইতিহাস ফিরে দেখলেন  রুদ্রজিৎ পাল। বিশদ

25th  August, 2024
১২টা বাজে না সোলোথার্নের ঘড়িতে
সোমা চক্রবর্তী

 রাত ১২টা থেকে সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে পৌঁছয় দুপুর ১২টার ঘরে। সেখান থেকে আবার রাত ১২টায়। এভাবেই ঘড়িতে আবর্তিত হয় সময়। ১২টা থেকে শুরু করে ১টা, ২টো, ৩টে, ৪টে...। প্রত্যেকটা ঘরকে অতিক্রম করতে করতে কাঁটাগুলোর অবস্থান আমাদের জানিয়ে দেয় আমরা কোন সময়ে রয়েছি। বিশদ

25th  August, 2024
হরেকরকম হাতের কাজ: ডটেড বটল আর্ট 

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

25th  August, 2024
মহাকাশ মিউজিয়াম

আগামী ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস। তার আগে কলকাতার মুকুন্দপুরের মহাকাশ মিউজিয়াম ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

18th  August, 2024
যারা রং বদলায়

শুধু গিরগিটিই নয়, আরও বেশ কিছু প্রাণী আছে, যাদের রং বদলের ক্ষমতা রয়েছে। সেইসব প্রাণীর খোঁজ দিলেন স্বরূপ কুলভী বিশদ

18th  August, 2024
কমিকস চরিত্র টিনটিনের স্রষ্টা হার্জ
কালীপদ চক্রবর্তী

ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই টিনটিনের নাম শুনেছ। যারাই কমিকস পড়তে ভালোবাসে, তারাই টিনটিনের নেশায় পাগল। টিনটিন সিরিজের বই পৃথিবী জুড়ে এখনও পর্যন্ত ২০ কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে।  বিশদ

18th  August, 2024
স্বাধীনতার স্বাদ

আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনের মাহাত্ম্যের কথা জানাল চাকদহ রামলাল অ্যাকাডেমির পড়ুয়ারা।
বিশদ

11th  August, 2024
ভূত উদ্ভিদ

বৃষ্টি পড়লে ভূতের গল্প শুনতে বা পড়তে বেশ লাগে কিন্তু ভূত গাছের কথা কি তোমরা শুনেছ কখনও? শোন আজ তোমাদের ভূত গাছের গল্প বলি।​​​​​​ 
বিশদ

11th  August, 2024
একনজরে
আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়ছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মুখোমুখি মোহন বাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। দেশের সেরা টুর্নামেন্টের আগে কতটা তৈরি অংশগ্রহণকারী ১৩টি দল। কোচেরা কী বলছেন, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে কাদের দিকে— ...

রাতের বেলা দামোসের ধারে চলছিল আড্ডা। এমন সময় হঠাৎ আগমন কয়েকজন দুষ্কৃতীর। কিছু বোঝার আগেই এলোপাথাড়ি চলল তিন রাউন্ড গুলি। তাতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে জখম হলেন এক তৃণমূল কর্মী ...

হরিরামপুরে দু’মাস ধরে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কিশোরীর অভিযোগ পাওয়ার পর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ এলাকায়। ...

সম্প্রতি ইউক্রেনের একাধিক শহরে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া। এবার পুতিনের দেশকে তার মোক্ষম জবাব দিল জেলেনস্কি বাহিনী। রুশ অধিকৃত খারকিভ অঞ্চলে আকাশ পথে হানায় আগুন ঝরাল ইউক্রেন। সৌজন্যে ‘ড্রাগন ড্রোন’। যা নিমেষের মধ্যে গাছপালা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী ৩৬/৫ রাত্রি ৭/৫৯। স্বাতী নক্ষত্র ২৫/১৫ দিবা ৩/৩১। সূর্যোদয় ৫/২৪/৫১, সূর্যাস্ত ৫/৪৩/৪৯। অমৃতযোগ প্রাতঃ ৬/১৪ গতে ৯/৩০ মধ্যে। রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/১৪ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ১/৩৬ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৭/১৬ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১/৫ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে। 
২২ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী দিবা ৩/৫৫। স্বাতী নক্ষত্র দিবা ১/৭। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৬/১৩ গতে ৯/৩০ মধ্যে এবং রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৩ মধ্যে ও ১২/৪৭ গতে ১/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/৩০ গতে ৭/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে।
৪ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তুহিনকান্ত পান্ডেকে অর্থসচিবের পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার

07-09-2024 - 11:47:15 PM

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

07-09-2024 - 11:21:33 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে সস্ত্রীক হাজির অভিনেতা সঞ্জয় দত্ত

07-09-2024 - 11:20:18 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি

07-09-2024 - 11:18:42 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সলমন খান

07-09-2024 - 11:15:13 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেত্রী মাধুরি দীক্ষিত

07-09-2024 - 10:44:53 PM