জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
রজত ২০২১ সাল থেকে আরসিবির স্কোয়াডে রয়েছেন। নভেম্বরে মেগা নিলামের আগে যে ৩ জন খেলোয়াড়কে রিটেইন করা হয়েছিল, সেই তালিকায় ছিলেন তিনিও। সম্প্রতি, ২০২৪-২৫ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। ফলে এই বিষয়ে পাতিদার যে অনভিজ্ঞ তা কিন্তু বলা চলে না।
যদিও অধিকাংশ আরসিবিয়ানরা কিন্তু অধিনায়ক হিসেবে চাইছিলেন বিরাট কোহলিকেই। তবে, ম্যানেজমেন্ট সূত্রে খবর, অধিনায়ক হতে রাজি হননি কিং কোহলি। ফলে সেই দায়িত্ব গিয়েছে পাতিদারের উপরে। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভবিষ্যতের কথা ভেবেই হয়তো সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে আরসিবি কর্তারা।