নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্ট বেঙ্গলের। বুধবার অনুশীলনে আবারও চোট পেলেন রিচার্ড সেলিস। স্বাভাবিকভাবেই কোচ অস্কার ব্রুজোঁর চিন্তা আরও বাড়ল। এদিন অনুশীলনের শুরুতে দৌড়ের সময়ে হঠাৎই কাটা কলা গাছের মতো পড়ে যান সেলিস। ছুটে আসেন দলের ফিজিও। সামান্য শুশ্রূষার পর উঠে পড়েন তিনি। তবে বাকি সময়ে আর অনুশীলন করেনি লাল-হলুদ উইঙ্গার। শোনা যাচ্ছে, কুঁচকিতে টান লেগেছে তাঁর। আগামী রবিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। তার আগে সেলিসের চোট ভাবনার কারণ হতে পারে থিঙ্কট্যাঙ্কের কাছে। মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত মশাল বাহিনী। প্রতি ম্যাচেই দীর্ঘায়িত হচ্ছে সেই তালিকা। এমন পরিস্থিতিতে নতুন করে ছক সাজাতে হবে কোচ ব্রুজোঁকে। কার্ড সমস্যায় মিনি ডার্বিতে নেই লালচুংনুঙ্গা। সেই জায়গা ভরাট করার চ্যালেঞ্জও রয়েছে স্প্যানিশ কোচের সামনে। এদিন অবশ্য দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন সাউল ক্রেসপো।
এদিকে, অনুশীলনে চোট পেলেন নোয়া সাদাউ। বুধবার কেরল ব্লাস্টার্সের তরফ থেকে জানানো হয়েছে, অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দক্ষিণী ফ্র্যাঞ্চাইজির এই পোস্টে কিছুটা হলেও স্বস্তির আভাস মোহন বাগান শিবিরে। আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে হোসে মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ছন্দে থাকা নোয়ার অনুপস্থিতি সুবিধা করে দেবে শুভাশিস বসুদের কাজ। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা ও আশিস রাইয়ের চোট। বুধবারও অনুশীলন করেননি তাঁরা। পাশাপাশি কার্ড সমস্যায় নেই গ্রেগ স্টুয়ার্ট।