জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হওয়াটা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন ভিকে। অস্ট্রেলিয়ার মাটিতে বার বার একই ভুল করে চরম সমালোচিত হন। এমনকী দিল্লির হয়ে রনজি ট্রফির ম্যাচেও তারই পুনরাবৃত্তিতে মুখ পুড়েছিল কোহলির। এদিন একই কৌশল নিয়েছিলেন মার্ক উড। কিন্তু কোহলি ফাঁদে পা দেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চোটের কারণে খেলেননি বিরাট। দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ রানে আউট হয়েছিলেন আদিল রশিদের বলে। ফের একবার ইংল্যান্ড স্পিনারের কাছে বশ মানলেন তিনি। এই নিয়ে ১১ বার। তবে হাফ-সেঞ্চুরি করায় এই যাত্রায় সমালোচনার হাত থেকে বেঁচে গিয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটে ৭৩তম হাফ-সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ডও গড়লেন তিনি। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এশিয়ার মাটিতে ১৬ হাজার রান পূর্ণ করলেন ভিকে। ভাঙলেন শচীনের রেকর্ড। মাস্টার ব্লাস্টার ৩৫৩ ইনিংসে এই নজির গড়েছিলেন। কোহলির লাগল ৩৪০ ইনিংস। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার রানও হয়ে গেল কোহলির। এর আগে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি চার হাজার বা তার বেশি রান করেছিলেন। সেই সুবাদে শচীন, ভিভ, সাঙ্গাকারাদের টপকে স্পর্শ করলেন রিকি পন্টিংকে।