জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
৩৬ বছর বয়সি প্রাক্তন অধিনায়ক কি ফের জাতীয় দলের স্বপ্ন দেখছেন? একটু ভেবে তারকা ক্রিকেটারের জবাব, ‘ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। টেস্ট ক্রিকেট আবারও খেলতে চাই। পুরোটা আমার হাতে নেই। তবে ঘরোয়া ক্রিকেটে সেরাটা উজাড় করে দিতে পারি।’ উল্লেখ্য, গত ম্যাচে ৯৬ রানের ইনিংসের পর মঙ্গলবার ইডেনে শতরান হাঁকিয়েছেন রাহানে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুরন্ত ফর্মে ছিলেন। তাই শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে রাহানেকে টিমের বাইরে রাখাটা কতটা সঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠছেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পর তা আরও জোরালো হচ্ছে। এদিকে, আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাবেন রাহানে। এমনকী তাঁকে নেতৃত্বভার দেওয়ার গুঞ্জনও চলছে। এই বিষয়ে প্রশ্ন করতেই ভারতীয় তারকার মুখে হাজার ওয়াটের হাসি খেলে গেল। তাঁর মন্তব্য, ‘না! এখনও কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনও কথা হয়নি। তবে কেরিয়ারে কোনওদিন দায়িত্ব নিতে ভয় পাইনি। তাই ম্যানেজমেন্ট দায়িত্ব দিলে পিছপা হব না।’