সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার গঙ্গাদি তৃষা (৬ ম্যাচে ২৬৫ রান)। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহকও তিনি। সর্বাধিক উইকেটশিকারির তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন বৈষ্ণবী শর্মা (১৫) ও আয়ূষি শুক্লা (১২)। অবশ্য দক্ষিণ আফ্রিকাও ধারাবাহিকতা দেখিয়ে উঠেছে ফাইনালে। চলতি আসরে প্রোটিয়ারা অপরাজিত থেকেছে। ব্যাটিংয়ে তাদের বড় ভরসা সিমোনে লরেন ও রেনেকে।
খেলা শুরু দুপুর ১২টা।