সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
বিরাটকে ঘিরে শনিবারও কোটলায় উন্মাদনার কমতি ছিল না। নিরাপত্তা নিশ্চিত করতে এদিন বিষাণ সিং বেদি স্ট্যান্ড বন্ধ রেখেছিল আয়োজক ডিডিসিএ। তবুও প্রিয় তারকার সান্নিধ্য পেতে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন তিনজন অনুরাগী। প্রথম দিনও বিরাটের কাছে পৌঁছে গিয়েছিল এক ভক্ত। বারবার এমন ঘটনার জেরে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে দিল্লির অফ স্পিনার শুভম শর্মা বলেন, ‘বিরাট ভাই কিংবদন্তি। ওকে একবার ছোঁয়ার জন্য এত ঝুঁকি নিয়েও মাঠে ঢুকে পড়ছে অনুরাগীরা। তবে নিরাপত্তারক্ষীদের বিরাট ভাই বলে, ওদের গায়ে যেন হাত না দেওয়া হয়।’