সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
গত আইএসএলের সর্বাধিক স্কোরার গ্রিসের স্ট্রাইকার। তাঁর উপর সমর্থকদের প্রবল প্রত্যাশা। অথচ গোটা মরশুমেই মিইয়ে রয়েছেন তিনি। গোলের দেখা নেই। উল্টে হাত ছুড়ে টিম স্পিরিটের বারোটা বাজাচ্ছেন। আপাতত ১৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র তিন। স্রেফ কাগুজে বাঘ হয়েই রইলেন। ইস্ট বেঙ্গলের টপ স্কোরার এখন বিষ্ণু। কেরালাইট ফুটবলারের লক্ষ্যভেদের সংখ্যা চার। দিয়ামানতাকোস প্রাপ্ত সুযোগের অর্ধেক কাজে লাগাতে পারলেও তিন পয়েন্ট নিশ্চিত ছিল ব্রুজোঁ ব্রিগেডের। তবে স্প্যানিশ কোচ নিরুপায়। চোট-আঘাতে দল মিনি হাসপাতাল। আপাতত গ্রিক স্ট্রাইকারের উপর ভরসা করা ছাড়া গতি নেই।
আইএসএলে এখনও ছ’টি ম্যাচ বাকি ইস্ট বেঙ্গলের। সুপার সিক্সের আশা খুবই ক্ষীণ। এমন পরিস্থিতিতে আগামী ৮ ফেব্রুয়ারি ফের ম্যাচ রয়েছে মশাল বাহিনীর। ঘরের মাঠে হেক্টরদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। অ্যাওয়ে ম্যাচে বিষ্ণু ও জিকসনের গোলে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় ব্রুজোঁর দল। উল্লেখ্য, সেই ম্যাচেই চোট পেয়ে ছিটকে যান সাউল ক্রেসপো। সূত্রের খবর, রিহ্যাবের পর কিছুটা ফিট তিনি। যুবভারতীতে চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁকে পেতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। পাশাপাশি, আনোয়ারকে নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট। পায়ের পাতার হাড়ে চিড় ধরায় দীর্ঘদিন বাইরে তিনি। চলছে রিহ্যাব। জাতীয় দলের এই ফুটবলারকে অনুশীলনে নামানোর চেষ্টা জারি। মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরবেন জিকসন সিং। ক্লেটন সিলভা চিকিৎসার কারণে মুম্বইতে রয়েছেন। দলের খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তিনি। ব্রাজিলিয়ান অ্যাটাকারের রিপোর্টের অপেক্ষায় ম্যানেজমেন্ট।
এদিন ক্লাব তাঁবুতে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কোচ আর্মান্দো কোলাসোকে সংবর্ধিত করলেন লাল-হলুদ কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রশিক্ষণে খেলা দীপক মণ্ডল, সৌমিক দে প্রমুখ। ক্লাবের তরফ থেকে গোয়ানিজ কোচের হাতে তুলে দেওয়া হল স্মারক ও অন্যান্য উপহার। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের দায়িত্ব সামলেছেন তিনি।