সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
গত বছর ভারতের টি-২০ বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হার্দিক। সেবার বল হাতে তাঁর দুরন্ত ধারাবাহিকতা ভারতকে ১৭ বছর পর শিরোপা জয়ে সাহায্য করেছিল। বিশেষ করে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর আগুনে স্পেল বহুদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। তবে ব্যক্তিগত জীবনের সমস্যায় মাঝে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি হার্দিক। তার জন্য সমালোচিতও হন। কিন্তু শুক্রবার পুনেতে তিনিই হয়ে ওঠেন ভারতীয় ব্যাটিংয়ের আশার প্রদীপ। প্রবল চাপের মুখে ৫৩ রানের লড়াকু ইনিংস মেলে ধরেন তারকা অলরাউন্ডার। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে হার্দিক বলেন, ‘গ্যালারির ভালোবাসাই আমায় সেরাটা মেলে ধরতে উৎসাহিত করে। আশা করি, আরও অনেক জয় উপহার দিতে পারব সমর্থকদের।’