সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
কর্ণেল সিকে নাইডু জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন শচীন। পরবর্তী প্রজন্মকে তাঁর পরামর্শ, ‘সবসময় খেলাকে গুরুত্ব দিও। একবার অবসর নিলে আর কখনও দেশের হয়ে নামার সুযোগ আসবে না। তাই কোনও ভাবেই ফোকাস হারিও না।’ বিশেষ পুরস্কার থাকল অশ্বিনের জন্যও, যা পেয়ে রীতিমতো আপ্লুত তিনি। আবার পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় ট্রফি পেলেন বুমরাহ। মহিলা বিভাগে সেরা হলেন মান্ধানা। ঘরোয়া ক্রিকেটের সফলরাও হলেন পুরস্কৃত। মাঝে টক শোয়ে রোহিত, হার্দিকের সঙ্গে আসর মাতালেন স্মৃতি, জেমাইমা।
ফেব্রুয়ারিতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উঠল সেই প্রসঙ্গও। কোচ গম্ভীর আস্থা রাখলেন দুই সিনিয়র, বিরাট কোহলি ও রোহিতের উপর। তিনি বললেন, ‘ড্রেসিং-রুমে এই দু’জনের উপস্থিতি আলাদা মাত্রা আনে। এই আসরে ওরা বড় ভূমিকা নিতে চলেছে। উভয়েই সাফল্যের জন্য ক্ষুধার্ত, দেশের হয়ে সেরাটা মেলে ধরতে মরিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই শুরুটা ভালো হওয়া জরুরি। চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের টানা পাঁচটি ম্যাচই জিততে হবে।’