মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
লা লিগায় দারুণ ছন্দে রয়েছে রিয়াল। শেষ ম্যাচে লাস পামাসকে ৪-১ গোলে দুরমুশ করে তারা। জোড়া গোল এমবাপের। তবে চ্যাম্পিয়ন্স লিগে তেমন ছাপ ফেলতে ব্যর্থ ফরাসি তারকা। গত কয়েকটি ম্যাচে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এমবাপেকে নিয়ে কোচ আনসেলোত্তির মন্তব্য, ‘ও বড় ফুটবলার। তবে নতুন জায়গায় মানিয়ে নিতে প্রত্যেকেরই সময় লাগে। এমবাপেও ব্যতিক্রম নয়। ক্রমশ ও ছন্দে ফিরছে। পাশাপাশি কৃতিত্ব দিতে হবে বাকি ফুটবলারদেরও।’
বুধবার অ্যাওয়ে ম্যাচে পিএসজি’র বিরুদ্ধে লড়াইয়ে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। ৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ২২তম স্থানে রয়েছে পেপ ব্রিগেড। আর এক পয়েন্ট কম নিয়ে তিন ধাপ পিছিয়ে প্যারিসের ক্লাবটি। পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করার জন্য দুই দলই এই ম্যাচ জিততে চাইবে। দিনের অপর ম্যাচে ডিনামো জাগ্রেবের মুখোমুখি হবে আর্সেনাল। আর অ্যাওয়ে ম্যাচে ফেয়েনুর্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বায়ার্ন মিউনিখ।