সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
লা লিগায় একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও বাকি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পরিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় কাতালন ক্লাবটি। পাশাপাশি কোপা ডেল রে’র শেষ আটের টিকিট নিশ্চিত করেছে তারা। তাই চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য কোচ ফ্লিকের। বেনফিকার বিরুদ্ধে শেষ সাক্ষাতে অ্যাওয়ে ম্যাচে হারের মুখ দেখেছিল বার্সা। ২০২১ সালে প্রথম লেগে ০-৩ গোলে বশ মানে তারা। তাই ধারেভারে অনেক পিছিয়ে থাকলেও, পর্তুগিজ ক্লাবটিকে বেশ সমীহ করছেন বার্সা কোচ।
দিনের অপর ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে লিভারপুল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্নে স্লটের ছেলেরা। মঙ্গলবার ঘরের মাঠে জিতে তা ধরে রাখাই লক্ষ্য অ্যানফিল্ডের ক্লাবটির। উল্লেখ্য, শেষ ২৮ ম্যাচে মাত্র একটিতে হেরেছে লিভারপুল। এর মধ্যে জিতেছে ২৩টিতে। তাই মঙ্গলবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য সালাহদের।