সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
আইপিএলে অভিষেকেই প্লে-অফে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্ট। তবে গতবার লিগ টেবিলে সপ্তম স্থানে শেষ করে তারা। তাই নতুন মরশুমে দলে খোলনলচে বদল আনে টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন ঋষভও নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেকে মেলে ধরতে মরিয়া। তাঁর কথায়, ‘মিস্টার গোয়েঙ্কা আমার উপর যে আস্থা দেখিয়েছেন, তার পূর্ণ মর্যাদা রাখতে চাই। দলকে সাফল্য এনে দিতে দুশো শতাংশ উজাড় করে দেব। আইপিএলে অতীতেও নেতৃত্ব দিয়েছি। সুতরাং এটা আমার কাছে নতুন কিছু নয়।’ পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা শোনা গেল ঋষভের মুখে। বললেন, ‘রোহিত ভাই যেভাবে কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়ায়, নেতা হিসেবে আমিও সেই পথে হাঁটার চেষ্টা করব। দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে হার না মানা মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে শহরে ভারতীয় দল। সেই স্কোয়াডে ঋষভ নেই। তবে রনজি ট্রফিতে খেলার জন্য সোমবার বিকেলে দিল্লি ফিরে যান পন্থ।