সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ইডেনে বাংলার অনূর্ধ্ব -১৫ মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাজ। ভারতীয় দল নিয়েও মুখ খোলেন সৌরভ। তাঁর বিশ্বাস, খারাপ সময় কাটিয়ে দ্রুত রানে ফিরবেন কোহলি ও রোহিত। প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য, ‘সাদা বলের ক্রিকেটে কোহলি অন্যতম সেরা। আন্তর্জাতিক ম্যাচে ৮০ টা শতরান ভুললে চলবে না। ক্রিকেটকে এখনও অনেককিছুই দেওয়ার আছে বিরাটের। দ্রুত ছন্দে ফিরবে কোহলি।’ একইসঙ্গে রোহিত শর্মাকেও সার্টিফিকেট দিচ্ছেন মহারাজ। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। শেষ টেস্টে বাদও পড়তে হয় তাঁকে। সোমবার সৌরভ জানান, ‘চিন্তার কোনও কারণ নেই। রোহিতের রান পাওয়া সময়ের অপেক্ষা।’ পাশাপাশি জাতীয় দলে প্রত্যাবর্তনে মুখিয়ে মহম্মদ সামি। স্পিডস্টারের মন্তব্য, ‘দেশের হয়ে খেলা অনন্য অনুভূতি। চোটের যন্ত্রণাও তার কাছে তুচ্ছ।’