সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
একসময় ম্যাকালাম ও গম্ভীর ছিলেন কেকেআরের প্রাণভোমরা। অদ্ভুতভাবে দু’জনের ব্যাটিং দর্শন ছিল আগ্রাসনে মোড়া। কোচ হিসেবেও ম্যাকালাম সেই চিন্তাধারা সফলভাবে প্রয়োগের চেষ্টা করেছেন ইংল্যান্ড দলে। ব্র্যান্ডে পরিণত করেছেন ‘বাজবল’কে। গম্ভীরও চেয়েছিলেন ভারতীয় দল খেলুক ভয়ডরহীন ক্রিকেট। কিন্তু শুরুতেই লক্ষ্যচ্যূত রোহিতদের হেডস্যার। একের পর এক ব্যর্থতায় তিনি এখন কোণঠাসা। এই আবহে কোচ হিসেবে সেরা কে, তা প্রমাণের তাগিদ উভয়েরই। মগজাস্ত্রে একে অপরকে টেক্কা দেওয়ার লক্ষ্যে বুধবার ইডেনের ডাগ-আউটে বসছেন দুই প্রাক্তন নাইট। ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে যা বাড়তি বারুদ জোগাচ্ছে।
তবে মনস্তাত্বিক দিক থেকে কিছুটা হলেও স্বস্তিতে ইংল্যান্ডের কোচ ম্যাকালাম। চোট সারিয়ে জোফ্রা আর্চারের মতো পেসারের কামব্যাক তাঁকে অনেকটাই নিশ্চিন্ত করেছে। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ যে মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া, সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ভারতের স্পিন বিভাগ কি ইডেনের পিচে তাঁর ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে? প্রশ্ন শুনে মুচকি হাসলেন নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক।