সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
সোমবার দুপুরের ফ্লাইটে চেন্নাই পৌঁছান জেমি ম্যাকলারেনরা। শেষ মুহূর্তে সাহাল আব্দুল সামাদের অন্তর্ভুক্তি বড় চমক। তিনিও পুরো ফিট নন। তা সত্ত্বেও তাঁকে স্কোয়াডে রাখার ভাবনা টিম ম্যানেজমেন্টের। অফুরন্ত প্রতিভা সত্ত্বেও সাহালের খেলায় ধারাবাহিকতার বড়ই অভাব। চোটের কারণে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান নেই। পাশাপাশি তিনটি করে হলুদ কার্ড দেখেছেন আলড্রেড, ম্যাকলারেন ও জেসন কামিংস। অর্থাৎ, আর একটি হলুদ কার্ড দেখলে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে তাঁদের পাবেন না মোলিনা। বিষয়টি চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। অনুশীলনে ইঙ্গিত, জামশেদপুর ম্যাচের প্রথম এগারো নিয়ে শুরু করতে পারে মোহন বাগান। দ্রুত লক্ষ্যভেদ চায় থিঙ্কট্যাঙ্ক। চলতি টুর্নামেন্টে ২৭ টি গোল হজম করেছে প্রতিপক্ষ। শুরু থেকেই চাপ বাড়াতে চান মনবীররা। তিন পয়েন্ট ছাড়াও ক্লিনশিটে নজর স্প্যানিশ কোচের। আইএসএলে ১৬ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ৩৬। জিতলে গোয়া ও বেঙ্গালুরুর চেয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়বে। তাই চেন্নাই কাঁটা উপড়ে ফেলতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
এদিকে, মোহন বাগান ম্যাচের আগেই চেন্নাই স্কোয়াডে যোগ দিয়েছেন প্রীতম কোটাল। আরেক বঙ্গসন্তান অঙ্কিত মুখার্জিকে দিয়ে লিস্টন বা মনবীরকে মার্ক করতে চান নোয়েল। গতিশীল কিয়ান, নামতে, কোনর শিল্ডকে দিয়ে প্রতি-আক্রমণের পরিকল্পনা রয়েছে তাদের।
(নেহরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)