স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
আসলে, গুয়াহাটিতে ডার্বি জিতলেও মোহন বাগানের খেলায় মন ভরেনি সমর্থকদের। মাঝমাঠে স্টুয়ার্টের মতো ক্রিয়েটিভ খেলোয়াড়ের অভাব টের পাওয়া গিয়েছে। শেষলগ্নে অবশ্য কিছুক্ষণের জন্য স্কটিশ মিডিওকে নামিয়েছিলেন কোচ মোলিনা। এখন জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে শুরু থেকে খেলান কিনা, সেটাই দেখার। এদিন সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ হেডমাস্টার জানিয়েও দিলেন, ‘দরকার পড়লে দিমিত্রি ও স্টুয়ার্ট প্রথম একাদশে খেলার জন্যও তৈরি। তবে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি।’ প্র্যাকটিসেও ঘুরিয়ে ফিরিয়ে ম্যাকলারেন-গ্রেগ, কামিন্স-দিমিত্রিদের পরখ করে নিলেন মোলিনা। তবে পরের ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। কোচ জানালেন, তাঁর সুস্থ হয়ে উঠতে এখন আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। পাশাপাশি আশিক কুরুনিয়ানও রিহ্যাব করেই কাটালেন।
টেবিল টপার মোহন বাগান শিবিরে অবশ্য এখন ফিল গুড পরিবেশ। সাংবাদিক সম্মেলন থেকে বেরনোর সময় হাসিমুখে কোচ মোলিনা শুদ্ধ বাংলায় বলে গেলেন, ‘আবার দেখা হবে।’ তবে দল যাতে আত্মতুষ্টিতে না ভোগে সেদিকে সজাগ তিনি। শুক্রবার টাটা জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান। বৃহস্পতিবার সকালে কলকাতায় প্র্যাকটিসের পর দুপুরে বাসে জামশেদপুরের উদ্দেশে রওনা দেবে টিম। ধকলের কথা মাথায় রেখে এদিন হাল্কা প্র্যাকটিস করালেন বাগান কোচ। বার্থডে বয় অনিরুদ্ধ থাপাকে শুভেচ্ছা জানিয়ে সেশন শুরু করেন ফুটবলাররা। তারপর ফিটনেস ট্রেনিংয়ের এবং সিচুয়েশন প্র্যাকটিস। এই পর্বে দুই প্রান্ত থেকে লিস্টন-মনবীরদের বাড়ানো ক্রসে লক্ষ্যভেদের মহড়া সারলেন জেমি ম্যাকলারেন-জেসন কামিংসরা।
এদিকে, ডার্বিতে রেফারিং বিতর্ক নিয়ে বুধবার জেসন কামিংসকে প্রশ্ন করা হলে অজি স্ট্রাইকারের জবাব, ‘কেউ যদি ভাবে রেফারির দাক্ষিণ্যে মোহন বাগান জিতছে তাহলে তা হাস্যকর। আমরা ভালো খেলে জিতছি। তাই বাইরের কথায় কান দিচ্ছি না।’