স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে প্রিয় দল। তাই হতাশায় গ্যালারি ছাড়তে দেখা গেল মহমেডান স্পোর্টিং সমর্থকদের। কিন্তু তারপরেই অনবদ্য প্রত্যাবর্তন সাদা-কালো ব্রিগেডের। সংযোজিত সময়ে দু’টি গোল করে বুধবার মূল্যবান এক পয়েন্ট নিয়ে কিশোর ভারতী স্টেডিয়াম ছাড়ল আন্দ্রে চেরনিশভ ব্রিগেড। উল্লেখ্য, টানা চার ম্যাচে অপরাজিত সাদা-কালো ব্রিগেড এখন লিগ তালিকায় উপরের দিকে ওঠার চেষ্টা চালাচ্ছে।
অ্যাওয়ে ম্যাচে লালদিনপুইয়া ও লুকাস পিভেতার গোলে ম্যাচে দু’গোলে এগিয়ে যায় চেন্নাই। তবে সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান মনবীর সিং। আর অন্তিম লগ্নে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলের হার বাঁচান লালরেমসাঙ্গা ফানাই। উল্লেখ্য, প্রথমার্ধে কাসিমভ পেনাল্টি মিস না করলে ম্যাচে জিততেও পারত চেরনিশভ ব্রিগেড। এদিনের ড্রয়ের পরেও ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বাদশ স্থানে রইল মহমেডান। আর সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেন্নাইয়ান এফসি। ম্যাচ শেষে সাদা-কালো কোচ চেরনিশভ জানান, ‘এই এক পয়েন্ট আগামী ম্যাচে দলের আত্মবিশ্বাস বাড়াবে।’