স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
ছোটদের ডার্বি হারলেও, মেয়েদের ফুটবলে জয়ের ধারা বজায় রাখল ইস্ট বেঙ্গল। বুধবার মহিলাদের জাতীয় লিগের লড়াইয়ে ঘরের মাঠে শ্রীভূমি এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৭৭ মিনিটে দুরন্ত গোলে দলের জয় নিশ্চিত করেন সৌম্যা গুগুলথ। উল্লেখ্য, মহিলা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা।
এদিকে, মঙ্গলবার ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছিলেন নয়া বিদেশি রিচার্ড সেলিস। তবে বুধবার গরহাজির ছিলেন তিনি। সূত্রের খবর, কুঁচকিতে হাল্কা টান ধরায় এদিন স্ক্যান করা হয় তাঁর। তবে রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি। বৃহস্পতিবার অনুশীলনে নামবেন তিনি। পাশাপাশি এদিন কিছুক্ষণ অনুশীলনের পরই একসঙ্গে মাঠ ছাড়লেন সাউল ক্রেসপো, হেক্টর ইউস্তে, রাকিপ ও লাকরা। পরে হিজাজিও বেরিয়ে যান। বাকিদের নিয়েই প্রস্তুতি সারেন কোচ অস্কার। শুক্রবার গোয়া ম্যাচ খেলতে রওনা দেবে ইস্ট বেঙ্গল। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।