স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
বিশাল ব্যবধানে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার স্মৃতি ও প্রতীকা। প্রথম উইকেটেই ওঠে ২৩৩ রান। একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে দ্রুততম শতরানের নজির গড়েন ক্যাপ্টেন মান্ধানা। মাত্র ৭০ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত ১২টি চার ও ৭টি ছক্কা সহ ৮০ বলে তাঁর সংগ্রহ ১৩৫। তাঁর পার্টনার প্রতীকা দুরন্ত ফর্মে রয়েছেন সিরিজ জুড়ে। এদিন ১২৯ বলে তাঁর ১৫৪ রানের ইনিংস সাজানো ২০টি চার ও ১টি ছক্কায়। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ভারতীয় জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক তিনি। এখনও পর্যন্ত, ছ’টি ওডিআই ম্যাচে তাঁর মোট রানসংখ্যা ৪৪৪। তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি প্রথম ছ’টি আন্তর্জাতিক ম্যাচে চারশোর বেশি রান করলেন। উল্লেখ্য, শেফালি ভার্মা বাদ যাওয়ায় ওপেন করার সুযোগ পেয়েছেন প্রতীকা। সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি মনোবিজ্ঞানে স্নাতক তরুণীর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ৩১০ রানে সিরিজের সেরাও তিনি। পাশাপাশি, রিচা ঘোষ করেন ৫৯।
জবাবে, শুরু থেকে ধুঁকতে থাকা আয়ারল্যান্ড দেড়শোর গণ্ডিও টপকাতে পারেনি। টিম ইন্ডিয়ার সফলতম বোলার দীপ্তি শর্মা (৩-২৭)। বাংলার তিতাস সাধুও একটি উইকেট পেয়েছেন।