স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
সদ্য মোহন বাগান সদস্য হওয়া কিরমানি অবশ্য সামনেও তাকাতে চাইছেন। যশপ্রীত বুমরাহকে সেজন্যই নেতা হিসেবে দেখতে চান তিনি। তাঁর মতে, ‘কপিল দেব, বিষাণ সিং বেদিরা তো বোলারই ছিল। নেতৃত্বে সমস্যা হয়নি। বুমরাহরও হবে না। ওর মধ্যে নেতৃত্বের মশলা রয়েছে।’ তা বলে রোহিত শর্মা, বিরাট কোহলিকে তড়িঘড়ি ছেঁটে ফেলার পক্ষে নন কিরি। তাঁর মতে, ‘অতীতে অনেক গৌরব এনেছে দু’জনে। জানে, কখন থামতে হয়। নিজেরাই সিদ্ধান্ত নিক। ওদের মতো গ্রেটরা কেন এতদিন অফ-ফর্মে, সেটা অবশ্য রহস্য।’
ইডেন তাঁর প্রিয় মাঠ। মুখিয়ে থাকতেন নন্দনকাননে খেলার জন্য। ভক্ত রসগোল্লা, মিষ্টি দইয়েরও। বাংলায় বললেন, ‘কেমন আছো?’ তবে বেগুনি চশমার আড়ালে ঝিকমিক করতে থাকা চোখে বেদনাও গোপন থাকল না। বিশ্বের সেরা কিপারের স্বীকৃতি সত্ত্বেও অধরা থেকেছে একশো টেস্টের মুকুট। কর্তাদের কাছে হাজারো আবেদনেও কাজ হয়নি। রাগে-অভিমানে আনুষ্ঠানিকভাবে অবসরই নেননি। ৭৫ বছর বয়সেও যা তাঁকে রক্তাক্ত করে। সদ্যপ্রকাশিত আত্মজীবনীর নাম তাই ‘স্টাম্পড’। আবার সেই বিষাদ কাটিয়েও ওঠেন দ্রুত। সবকিছু যে মেলে না জীবনে, এটা তো ক্রিকেটেরই শিক্ষা!