Bartaman Patrika
খেলা
 

রাত পোহালেই মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট, চ্যালেঞ্জের মুখে সাধনায় মগ্ন কোহলি

মেলবোর্ন: অফস্টাম্পের বাইরের অনিশ্চয়তার সরণি! 
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে বার বার যা বিরাট কোহলির ঘাতক হয়ে উঠেছে। পারথের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে বাকি চার ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২৬। এবং প্রতিবারই এই চ্যানেলে ফাঁদে ফেলে কোহলিকে ফিরিয়েছে অজিরা। কখনও জশ হ্যাজলউড, কখনও মিচেল স্টার্ক বা স্কট বোল্যান্ড একইভাবে ‘শিকার’ করেছেন তাঁকে। আর সেজন্যই সম্ভবত বক্সিং ডে টেস্টের আগে নেটে মনঃসংযোগের প্রতিমূর্তি দেখাল মহাতারকাকে। অফ-স্টাম্পের বাইরের করিডোরে ক্রমাগত বল করলেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণরা। আর কোহলি বল ছাড়ার অভ্যাসে রপ্ত হওয়ার সাধনায় লিপ্ত হলেন। স্টান্স নিলেন ক্রিজের সামান্য বাইরে। তারপর চতুর্থ-পঞ্চম স্টাম্পের লাইনে গুড লেংথ স্পট থেকে আসা বলগুলোয় দিলেন সংযমের পরীক্ষা। কিন্তু নেটে বল ছাড়ার সঙ্গে ম্যাচের ফারাক বিস্তর। কোহলির সামনে তাই মস্ত বড় চ্যালেঞ্জ। নিজের সুনাম রক্ষার পাশাপাশি দলের আস্থার মর্যাদা দেওয়ার তাগিদও থাকছে। 
অবশ্য একা কোহলি নন, মেলবোর্নে এই টেস্ট হয়ে উঠবে ভারতীয় ব্যাটারদের অ্যাসিড টেস্ট। যশস্বী জয়সওয়াল পারথের সেঞ্চুরি বাদ দিলে চরম ব্যর্থ। বারবার স্টার্ককে উইকেট দিচ্ছেন তিনি। শুভমান গিল যতক্ষণ থাকছেন, নির্ভরযোগ্য দেখাচ্ছে। কিন্তু তাঁর স্থায়িত্ব খুবই অল্প। এই দুই নবীনের উপর বড় রানের জন্য অনেকটাই নির্ভর করছে ভারত। কারণ, অধিনায়ক রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই। আর ঋষভ পন্থও বড় রানের মানসিকতা মেলে ধরতে ব্যর্থ। 
ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে জমাট অতি অবশ্যই লোকেশ রাহুল। শুরুতে বল ছাড়ছেন অনায়াসে। রক্ষণ দুর্ভেদ্য রাখছেন। বলে পালিশ তোলার ভূমিকা নিচ্ছেন। তারপর বল যত পুরনো হচ্ছে তত খোলস ছেড়ে বেরচ্ছেন। এই কন্ডিশনে এটাই রান পাওয়ার মন্ত্র। ৩০ ওভারের পর লাল কোকাবুরার জারিজুরি উধাও। তখন সিম-সুইং হচ্ছে না। ফলে টিকে থাকতে পারলে রান আসবেই। কিন্তু যশস্বী-গিলরা ততক্ষণ থাকলে তো!
টিম কম্বিনেশনও ভাবাচ্ছে ভারতকে। যশপ্রীত বুমরাহর উপর বড্ড চাপ পড়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তিন টেস্টে ২১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু অজি শিবির জানে যে ‘বুমবুম’কে প্রথম স্পেলে সামলে দিতে পারলে ভারতীয় বোলিংকে শাসন করার রাস্তা পরিষ্কার। মহম্মদ সিরাজ ১৩ উইকেট নিলেও সেরা ছন্দে নেই। আকাশ দীপ অবশ্য ব্রিসবেনে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু চতুর্থ পেসার হিসেবে নীতীশ রেড্ডি রান আটকাতে পারেননি। গাব্বায় রবীন্দ্র জাদেজাও সেই দায়িত্ব পালনে ব্যর্থ। ফলে চতুর্থ পেসার হিসেবে প্রসিদ্ধকে খেলানোর ব্যাপারে ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ২০ উইকেট নেওয়ার জন্য ঝাঁপানো সম্ভব। কিন্তু পাঁচ বিশেষজ্ঞ বোলারে খেলা মানে নীতীশকে বাইরে রাখা। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতা কমবেই। এখনও পর্যন্ত ৪৪.৭৫ গড়ে ১৭৯ করেছেন ২১ বছর বয়সি। আট নম্বরে তাঁর উপস্থিতি প্রায়শই টপ-অর্ডারের ব্যর্থতাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। তাই নীতীশকে বসানো মানে দুঃসাহসী হয়ে ওঠা। দলে পরিবর্তনের সম্ভাবনা তাই নেই।
অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় অবশ্য দুটো বদল ঘটছেই। চোটের জন্য ছিটকে যাওয়া হ্যাজলউডের জায়গায় খেলবেন বোল্যান্ড। আর বাদ পড়া ওপেনার নাথান ম্যাকসুইনির জায়গায় অভিষেক হচ্ছে স্যাম কনস্টাসের। ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, প্রচণ্ড গরম উপেক্ষা করে পাঁচ দিনে প্রায় আড়াই লক্ষ ক্রিকেটপ্রেমী হাজির হবেন গ্যালারিতে। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। এই টেস্টে যারাই জিতবে তারা অন্তত সিরিজ হারবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্কও মাথায় রাখতে হচ্ছে দুই শিবিরকে। আর তাই উত্তেজনা ক্রমশ ছাপিয়ে যাচ্ছে বড়দিনের উৎসবকে। 
খেলা শুরু বৃহস্পতিবার ভোর ৫টায়। সম্প্রচার স্টার স্পোর্টসে।

গ্রেগ-দিমিত্রির অভাব ঢাকাই চ্যালেঞ্জ মোলিনার

রাস্তার দু’ধারে আলোর ঝলকানি। রংবেরঙের বাহারি কাগজ দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি। বড়দিনের প্রাক্কালে সেজে উঠেছে  শহর। সন্ধ্যা গড়াতেই পার্কস্ট্রিটে মানুষের ঢল। বড়দিনের আবহ মোহন বাগান তাঁবুতেও।
বিশদ

হাঁটু নিয়ে চিন্তা নেই: রোহিত

গত রবিবার প্র্যাকটিসে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হাঁটুতে ব্যান্ডেজ জড়াতে হয়েছিল। তা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হিটম্যান কি মাঠে নামবেন? সেই জল্পনার অবসান ঘটালেন রোহিত নিজেই।
বিশদ

পুরস্কার বিতর্কে মুখ খুললেন মানু

প্যারিস ওলিম্পিকসে দেশকে গর্বিত করেছেন মানু ভাকের। শ্যুটিংয়ে তাঁর জোড়া ব্রোঞ্জ জয়ের স্মৃতি অনুরাগীদের মনে টাটকা। মানুষের হৃদয় জিতলেও খেলরত্ন সম্মান পাচ্ছেন না মানু।
বিশদ

হারলিনের দুরন্ত সেঞ্চুরি, সিরিজ নিশ্চিত ভারতের

টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজও জিতল ভারতের মহিলা দল। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে হারলিন দেওলের দুরন্ত সেঞ্চুরির সুবাদে পাঁচ উইকেটে ৩৫৮ তোলে টিম ইন্ডিয়া। জবাবে ৪৬.২ ওভারে ২৪৩ রানে শেষ ক্যারিবিয়ানরা।
বিশদ

অভিষেক হচ্ছে কনস্টাসের, পুরো ফিট নন ট্রাভিস হেড

১৯ বছর ৮৫ দিন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। ইয়ান ক্রেগ, টম গ্যারেট ও প্যাট কামিন্সই শুধু এর চেয়ে কম বয়সে ব্যাগি গ্রিন টুপি মাথায় তুলেছিলেন।
বিশদ

হায়দরাবাদ রক্ষণের দুর্বলতা কাজে লাগাতে মরিয়া ক্লেটন

ইস্ট বেঙ্গল তাঁবু জুড়ে আলোর মায়াজাল। মঙ্গলবার বিকেলে অনুশীলনের পর সমর্থকদের আব্দারে বন্দি নন্দ-ক্লেটনরা। ভিড় সামলাতে নিরাপত্তারক্ষী রীতিমতো জেরবার। হিজাজি, শৌভিকদের সঙ্গে কেক কাটলেন খুদে ফুটবলাররাও।
বিশদ

সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ ওড়িশা

সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ ওড়িশা। মঙ্গলবার গোয়া বনাম দিল্লি ম্যাচের দিকে নজর ছিল বাংলা টিম ম্যানেজমেন্টের। খেলা ড্র হওয়ায় ছিটকে যায় গোয়া। কোচ সঞ্জয় সেন ম্যাচ দেখতে হাজির ছিলেন।
বিশদ

পন্থকে ধৈর্য ধরার পরামর্শ সানির

অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থের ধারাবাহিকতা ঈর্ষণীয়। ২০২১ সালে গাব্বায় তাঁর ম্যাচ জেতানো ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। সেবার সিডনি ও ব্রিসবেন টেস্টে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রশংসা কুড়োয় অজি দর্শকদেরও।
বিশদ

ব্যবহৃত পিচে ব্যাট করেই বিপত্তি, বিতর্কের মুখে সাফাই কিউরেটরের, এখনও ফুলে রয়েছে রোহিতের হাঁটু

ডনের দেশে শুরু নতুন বিতর্ক। চতুর্থ টেস্টে নামার আগে এমসিজি’র প্র্যাকটিস পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারতীয় দল। রবিবার অসমান বাউন্সযুক্ত পিচে ব্যাট করার সময় বল নীচু হওয়ায় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
বিশদ

24th  December, 2024
অস্ট্রেলিয়া সফরে খেলার আশা শেষ সামির, অশ্বিনের পরিবর্ত কোটিয়ান

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার জন্য চেষ্টার কোনও কসুর রাখেননি মহম্মদ সামি। বাংলার হয়ে খেলেন রনজি ট্রফির ম্যাচ। নিজেকে প্রমাণ করতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও ন’টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত ঝুঁকিই সামির কামব্যাকের পথে বাধা হয়ে দাঁড়াল।
বিশদ

24th  December, 2024
পাঞ্জাব ম্যাচের আগে চোটই বড় কাঁটা মোহন বাগানের

চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে মোহন বাগানের। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসের পর নতুন সংযোজন আশিক কুরুনিয়ান ও শুভাশিস বোস। সোমবার অনুশীলনে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান দক্ষিণী উইঙ্গার
বিশদ

24th  December, 2024
রক্ষণের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে অস্কারকে

শেষ ছয় ম্যাচে চারটি জয়। হার মাত্র একটিতে। কোচ অস্কার ব্রুজোঁর হাত ধরে আইএসএলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল। চোট এবং কার্ড সমস্যা সত্ত্বেও আনোয়ার-ক্লেটনদের হার না মানা মানসিকতা ও দলের প্রতি দায়বদ্ধতা প্রশংসা কুড়িয়েছে ফুটবল মহলে।
বিশদ

24th  December, 2024
বুমরাহকে খেলার স্ট্র্যাটেজি তৈরি নবাগত কনস্টাসের

নাথান ম্যাকসুইনি পাঁচ ইনিংসে চারবারই শিকার হয়েছেন যশপ্রীত বুমরাহর। বক্সিং ডে টেস্টে অভিষেক হতে চলা স্যাম কনস্টাসের দশাও কি একই রকম হবে? ক্রিকেট মহলে চলছে জোরদার চর্চা। ১৯ বছর বয়সি অবশ্য ‘বুমবুম’কে সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিশদ

24th  December, 2024
এমবাপের প্রশংসায় পঞ্চমুখ আনসেলোত্তি

মরশুমের শুরুতে কিলিয়ান এমবাপের ফর্ম নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। তার উপর চোটের দোহাই দিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোয় আরও জোরাল হয়েছিল বিতর্ক। কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে নেশনস লিগের ম্যাচে ফ্রান্স দল থেকে বাদ পড়তে হয় তাঁকে
বিশদ

24th  December, 2024

Pages: 12345

একনজরে
আগামী ২৬ জানুয়ারি থেকে বোরো চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। ৩০এপ্রিল পর্যন্ত ক্যানেলগুলিতে ধাপে ধাপে জল দেওয়া হবে। এই সিদ্ধান্তে খুশি রাজ্যের শস্যগোলার চাষিরা। ...

লোকসভায় সাংসদ সংখ্যা ২। জাতীয় দলের মর্যাদাও আগেই হারিয়েছে। এই অবস্থায় ২৬ ডিসেম্বর ১০০ বছরে পা দিচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। সেই উপলক্ষ্যে বছরভর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। ...

শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সোমবার দিল্লিকে এমনই কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। বিচার প্রক্রিয়া শুরুর জন্যই হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলে জানিয়েছিল তত্ত্বাবধায়ক ...

১০০ দিনের কাজ বন্ধ থাকায় গত দু’টি অর্থবর্ষে সেভাবে নতুন করে আর ম্যানগ্রোভের চারা লাগানো হয়নি। এই দু’বছরে যেটুকু গাছ হয়েছে, তা প্রাকৃতিক উপায়ে বীজ পড়ে। দুর্যোগ এই অঞ্চলে পালা করে আসে। তার জেরেই ক্ষতির মুখে পড়ে বাদাবন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বড়দিন
১৬৪২: পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটনের জন্ম
১৭৫৮: হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়
১৭৭১: দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন
১৮৬১: শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম
১৮৭৬:পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর জন্ম
১৯১৯: সঙ্গীত পরিচালক নওশাদের জন্ম
১৯১৯: সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে "সর্বজয়া" ভূমিকায় অভিনয় করা বিশিষ্ট অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: ভারতের দশম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্ম
১৯২৫: কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়
১৯৬৩: কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের জন্ম
১৯৬৫: যোগগুরু রামদেবের জন্ম
১৯৭০: অভিনেত্রী নাগমার জন্ম
১৯৭৭:  অভিনেতা চার্লি চ্যাপলিনের মৃত্যু
১৯৮২: অভিনেতা দেব-এর জন্ম 
২০১৮: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.২৮ টাকা ৮৬.০২ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৬.৮৬ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ পৌষ, ১৪৩১, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪। দশমী ৪০/৩০ রাত্রি ১০/৩০। চিত্রা নক্ষত্র ২২/৪০ দিবা ৩/২২। সূর্যোদয় ৬/১৮/২৩, সূর্যাস্ত ৪/৫৫/১৫। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৭/৪৩ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১০/৩৩ গতে ১২/৪০ মধ্যে। রাত্রি ৫/৪৯ গতে ৬/৪২ মধ্যে পুনঃ ৮/২৯ গতে ৩/৩৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ গতে ৭/৪৩ মধ্যে পুনঃ ১/২৩ গতে ৩/৩০ মধ্যে। বারবেলা ৮/৫৮ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১১/৩৭ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/৫৮ গতে ৪/৩৯ মধ্যে। 
৯ পৌষ, ১৪৩১, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪। দশমী রাত্রি ৯/৪৭। চিত্রা নক্ষত্র দিবা ৩/৩২। সূর্যোদয় ৬/২১, সূর্যাস্ত ৪/৫৪। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৮ গতে ৮/৩১ মধ্যে ও ১০/৩৯ গতে ১২/৪৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে ও ৮/৩৭ গতে ৩/৪৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৬ গতে ৭/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৩/৩৮ মধ্যে। কালবেলা ৯/০ গতে ১০/১৯ মধ্যে ও ১১/৩৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ৩/০ গতে ৪/৪১ মধ্যে। 
২২ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভিমতালে বাস দুর্ঘটনা: মৃতদের পরিবারকে ১০ লক্ষ ও গুরুতর জখমদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার

06:24:00 PM

দিল্লিতে সংসদের কাছেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, ভর্তি হাসপাতালে

06:23:44 PM

ক্রিসমাস উপলক্ষ্যে হিমাচল প্রদেশের ধরমশালায় একটি গির্জায় ভিড়

06:20:00 PM

বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে পাটনায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা

06:15:00 PM

বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিটে জনস্রোত

05:45:00 PM

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা: মৃত কমপক্ষে ৩, শুরু হয়েছে উদ্ধারকাজ

05:39:51 PM