জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত আজিমগঞ্জের সদর, শিবতলা সহ গঙ্গার একাধিক ঘাটে পুণ্যার্থীরা স্নান করেন। স্নান চলাকালীন কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রচুর সংখ্যক পুলিস মোতায়েন করা হয়। পাশাপাশি নৌকায় চেপে টহলদারি চলে। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব গঙ্গার ঘাটে নিজে উপস্থিত থেকে তদারকি করেন। জরুরিকালীন ভিত্তিতে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিসের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘাটগুলিতে উপস্থিত ছিলেন।
কান্দি শহরের দক্ষিণে রয়েছে প্রাচীন দক্ষিণা কালীমন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে বাংলার রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের নাম। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সেখানে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে মন্দিরের ব্যাঘ্ররূপী দেবীর বিশেষ পুজো শুরু হয়। কুমারী পুজো থেকে দেবীর বিশেষ পুজো চলে গভীর রাত পর্যন্ত। পরে ভোর পর্যন্ত চলে যজ্ঞপর্ব। যজ্ঞপর্বে বিশ্বশান্তি কামনা করা হয়।
মঙ্গলবার শহরের উত্তরে পাখমারা ডোবের মন্দিরেও মাঘী পুর্ণিমার বিশেষ পুজো শুরু হয়। সেখানে তারা মায়ের মন্দিরে প্রায় একই সময়ে বিশেষ পুজো শুরু হয়। সেইসঙ্গে এবছর এক পক্ষকালের জন্য মাঘী উৎসবও শুরু হয়েছে। টানা ১৫দিনের এই উৎসবে ৯দিন ব্যাপী চলবে যাত্রাগান। বিভিন্ন এলাকার অ্যামেচার যাত্রাদলগুলি এখানে অংশ নেবে। এছাড়াও বাউল, কবিগান, কীর্তন, ভাগবত পাঠের মতো ধর্মীয় অনুষ্ঠানও রয়েছে। টানা ১৫দিন এই মন্দির চত্বরে দর্শনার্থীরা ভিড় জমিয়ে থাকেন। মাঘী উৎসব কমিটির সদস্য ধনঞ্জয় ঘোষ বলেন, এক পক্ষকালের এই উৎসব বহুবছর ধরে চলে আসছে। এদিন বিশেষ পুজোর মাধ্যমে উৎসব শুরু হয়েছে। এই পুজো ঘিরে মেলাও বসেছে মন্দির চত্বরে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য এলাকায় সিসি ক্যামেরা দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে।
বুধবার মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভে শেষ শাহি স্নান ছিল। শাহি স্নান উপলক্ষ্যে বুধবার বহরমপুরে ভাগীরথী নদীর ঘাটগুলি পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে। এদিন সূর্যোদয়ের আগে থেকেই ভাগীরথীর পাড়ে স্নান ও পুজোপাঠে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। কলেজঘাট, কান্দি বাসস্ট্যান্ড এলাকায় ব্রিজঘাট, জগন্নাথঘাট, রাধারঘাট সহ প্রতিটি ঘাটেই পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরদূরান্তর মানুষের ভিড় বাড়তে শুরু করে। মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে ভিড় হওয়ার ইঙ্গিত পেয়ে ঘাটে ঘাটে পুলিসের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। স্পিডবোটে বিপর্যয় মোকাবিলা টিমও নজরদারি চালিয়েছে। - নিজস্ব চিত্র