জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দাঁতনের আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির একটি দল ঢুকেছিল। সেই সময় ললিতাপুরের রাম মুর্মু(৭৬) হাতির সামনে পড়ে যান। একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। তবে কিছু সমস্যার কারণে এতদিন ক্ষতিপূরণ পায়নি পরিবারটি। এদিন শেষমেশ ক্ষতিপূরণের চেক পেল পরিবার। এদিন সীতাদেবীর হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বেলদার রেঞ্জার তৌহিদ আনসারী, আঙ্গুয়া পঞ্চায়েতের প্রধান অভিজিৎ দুয়া, পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ দাস প্রমুখ। বেলদার রেঞ্জার বলেন, ওই ব্যক্তির ওয়ারিশন নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে ক্ষতিপূরণ দিতে দেরি হয়ে যায়। জেলা প্রশাসন সমস্যা সমাধান করে দেওয়ায় এদিন আমরা মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছি।