সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
নিখোঁজ বৃদ্ধের স্ত্রী প্রতিমা মালাকার বলেন, দিনকয়েক আগে এলাকার অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে আমার স্বামী বাসে চেপে কুম্ভ মেলার উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার বারাণসীর কাছে যানজটে বাসটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে সে বাস থেকে নেমে যায়। তাকে না নিয়েই বাসটি কুম্ভ মেলার উদ্দেশে রওনা দিয়ে দেয়। বাসের সিটেই তার আধার কার্ড সহ অন্যান্য নথি রয়ে গিয়েছে। সে সাধাসিধে প্রকৃতির। ফলে কীভাবে তার খোঁজ পাব জানি না। বিষয়টি জানার পর বন্ধুদের নিয়ে আমার ছেলে উত্তরপ্রদেশে খোঁজ করতে গিয়েছে। আমরা বাঁকুড়া সদর থানার পুলিসকে বিষয়টি জানিয়েছি।