সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
এখনকার স্কুল ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তার জন্য সচেতনতামূলক সেমিনারের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওমেন স্ট্যাডি সেন্টারের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শান্তনু বেরা বলেন, বার্ষিক অনুষ্ঠানে টিনএজার প্রেগন্যান্সি এবং বাল্যবিবাহ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেমিনারে অল্পবয়সে মাতৃত্বের ঝুঁকির দিকগুলি এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাবগুলি সবিস্তারে তুলে ধরা হয়। শনিবার এই সেমিনারের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক কেম্পা হেনাইয়া। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ছাড়াও পার্শ্ববর্তী প্রমোদ দাসগুপ্ত বিদ্যাপীঠের ৫০জন ছাত্রী ওই সেমিনারে অংশগ্রহণ করেছিল।
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্তকুমার পাল জানান, দু’দিন ধরে মূল মঞ্চে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল মঞ্চ থেকেই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। দুদিন ধরে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এই স্কুলের পথচলা শুরু ১৯৪৫ সালে। উচ্চ মাধ্যমিকে উন্নীত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৩৫৭ জন। পঠনপাঠনেও এই এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে।