সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ন্তি পর্যটন কেন্দ্রে ঘুরতে ও পিকনিক করতে আসা সাধারণ পর্যটকদের জন্য কোনও টয়লেটের ব্যবস্থা ছিল না। অসুবিধার কথা জানার পর, কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির তরফে একটি টয়লেট বানানো হয়েছিল। তবে সেখানে শুধুমাত্র প্রস্রাব করা গেলেও স্নান ও টয়লেট করার ব্যবস্থা ছিল না। অসুবিধার কথা জানার পরেই জেলা পরিষদ বিষয়টি নিয়ে সক্রিয় হয়। পুরুষ ও মহিলাদের বিশেষ সুবিধার জন্য টয়লেট ও স্নানরুম সহ পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। ২৫ লক্ষ টাকা খরচ করে সোলার ডিপ টিউবওয়েল ও টয়লেট নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ১৯জানুয়ারি টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ, টয়লেট নির্মাণ শেষ হয়ে গেলেও তা খোলার বিষয়ে প্রশাসনের তরফ থেকে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বিষয়টি নজরে আসতেই ব্লক প্রশাসন টয়লেটটির পরিষেবা চালু করেছে।
মুরাডি পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্য টয়লেটটির পরিষেবা চালু করা হয়েছে। যান্ত্রিক গোলযোগে সোলার ডিপ টিউবওয়েলটি খারাপ হয়ে যায়। সেটিও মেরামত করে চালু করা হয়েছে। সাধারণ মানুষ এখন ট্যাপ থেকে জল পাচ্ছেন। বর্তমানে টয়লেটটি দেখাশোনার জন্য পঞ্চায়েত থেকে একজনকে রাখা হয়েছে। পঞ্চায়েত প্রধান বাসন্তী মাহালী বলেন, টয়লেটটির পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পর্যটন কেন্দ্র এলাকাটি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, সেজন্য পঞ্চায়েতের তরফে কয়েকটি জায়গায় সচেতনতামূলক ব্যানার লাগানো হয়েছে। -নিজস্ব চিত্র