Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

নবাব বংশের সদস্যকে বিশেষ সম্মান, ‘মমতা’র স্পর্শে আবেগঘন সৈয়দ রেজা 
 

অভিষেক পাল, লালবাগ: বাংলার নবাবি শাসনকে ফিরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাচীন বাংলা-বিহার-ওড়িশার ‘রাজধানী’র উঠোনে দাঁড়িয়ে স্মরণ করালেন ইতিহাসকেও। সেই ইতিহাসের এখন জীবন্ত সাক্ষী ‘ছোটে নবাব’। 
‘নবাব’ রয়েছেন। কিন্তু সেই নবাবি শাসন নেই। নেই নবাবিয়ানাও। পরণে কচি কলাপাতা রঙের পাঞ্জাবি, সাদা পাজামা। তার উপর চড়ানো কালো নেহরু কোট। মাথায় নবাবি টুপি। চোখে কালো সানগ্লাস। দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর সভার ঠিক পিছনের ভিভিআইপি গেটে। ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তারক্ষীদের বাধা—কে আপনি? কোথায় যাবেন? থ মেরে থমকে থামলেন শীর্ণকায় এক প্রবীণ। মুখে কোনও কথা নেই। ঘটনাটি চোখ এড়িয়ে যায়নি মঞ্চে থাকা এক প্রশাসনিক কর্তার। ছুটে এসে সরিয়ে দিলেন রক্ষীদের। বললেন, ‘কী করছেন আপনারা! উনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমাদের ছোটে নবাব।’
মুঘল ভারতে বাংলা বিহার ও ওড়িশার স্বাধীন শাসক ছিলেন সুজাউদ্দিন খান। মূলত তাঁর আমল থেকেই বাংলায় নবাবি যুগের পত্তন। রাজধানী ছিল আজকের মুর্শিদাবাদ। দেশ-বিদেশের কাছে এখানকার লালবাগ শহরের পরিচিতি ছিল ‘নবাবি মুলুক’ বলে। আজও মানুষের মুখে মুখে সেই কথা ঘোরে। কিন্তু আজকের মুর্শিদাবাদ কিংবা লালবাগ তো আর সেই ১৭০০ খ্রিষ্টাব্দে পড়ে নেই। ব্রিটিশ বাহিনীর কাছে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোলার পরাজয়ের পর বাংলা ক্রমেই ভুলতে থাকে তার নবাবি শাসনকে। তবে, সেই ইতিহাসের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নবাব পরিবারের সদস্যরা। উপাধিতেও তাঁরা ‘নবাব’। তাঁদের একজন সৈয়দ রেজা আলি মির্জা। মুর্শিদাবাদে ছোটে নবাব নামেই তিনি সমধিক পরিচিত। আজ মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় সেই সৈয়দ রেজাকে বাড়তি গুরুত্ব ও সম্মান জানিয়ে স্মরণ করালেন বাংলার নবাবি শাসনের দীর্ঘ ইতিহাসকে। মমতার স্পর্শে আবেগঘন হয়ে পড়লেন ছোটে নবাবও।  
এদিন সরকারি প্রকল্প পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল লালবাগে। যথারীতি সেই অনুষ্ঠানে সাংসদ, বিধায়ক, প্রশাসনিক কর্তা সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখের পড়ার মতো। তার মধ্যেও সবার নজর ছিল ছোটে নবাবের দিকে।  তাঁর দিকে তাকিয়ে পলাশী যুদ্ধের স্মৃতিও হয়তো কেউ কেউ রোমন্থন করলেন। এদিন অনুষ্ঠানের শুরুতেই এক উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই পাট্টা মুখ্যমন্ত্রী ছোটে নবাবের হাতে তুলে দিয়ে সেই কাজের সূচনা করেন। এভাবে নবাব বংশের সদস্যকে সম্মান জানাতে দেখে করতালির সুনামি ওঠে সভাস্থলে। 
সৈয়দ রেজা আলি মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে। বর্তমানে সেই মহল প্রায় ধ্বংসের পথে। কিছু ভাঙা ঘর আর ক্ষতিগ্রস্ত একটি বারান্দা ছাড়া অবশিষ্ট তেমন কিছু নেই। মহলের চারিদিকে ঝোপ ঝাড়। একদা এই মহল ছিল বিলাসবহুল প্রাসাদ। জৌলুস ছিল চোখ ধাঁধানো। সেই প্রাসাদের সঙ্গে নিবিড় নাড়ির যোগ থেকেও সৈয়দ রেজা অতি সাধারণের মতো জীবন-যাপন করেন। সবার সঙ্গে খোলামেলা মেলামেশা করেন। তাঁদের জমির উপরই গড়ে উঠেছে স্কুল। মুখ্যমন্ত্রীর কাছে স্কুলের উন্নতিতে লিখিত কিছু আবদার করেছেন রেজা সাহেব। বলছিলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজ এই সম্মান পেয়ে আমি আপ্লুত।’ 
সভা মঞ্চেই সেই চিঠি খুলে পড়তে শুরু করে দেন মুখ্যমন্ত্রী। যা দেখে বেজায় খুশি হয়েছেন তিনি। 
রেজা আলি সাহেব বলেন, আজকে আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেদন করলাম এই ইতিহাসের শহর নিয়ে। তিনি আমাদের শহরে এই প্রথম এসেছেন। আমাকে পাশে বসিয়ে সম্মান জানিয়েছেন। এই সম্মান আগে কেউ দেয়নি। খুব ভালো লাগল আজ। আমাদের দাদুর নামে এই স্কুল। তাই এই স্কুলের উন্নতি হলে এলাকার ছেলেমেয়েদের উন্নতি হবে। সেজন্য স্কুলের জন্য মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু আবেদন করেছি। তিনি মনোযোগ সহকারে সেই আবেদনের চিঠিখানি পড়েছেন।  -নিজস্ব চিত্র

দলে দ্বন্দ্ব নয়, একসঙ্গে কাজ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে দলের কোন্দল মেটাতে কড়া বার্তা দিলেন নেত্রী। সোমবার লালবাগে প্রশাসনিক সভা সেরে একটি সংক্ষিপ্ত দলীয় বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  বিশদ

ভাঁড়ারিয়ার জঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে রয়্যাল বেঙ্গল

পুরুলিয়া সফর শেষে ফের ঝাড়খণ্ডে দিকেই রওনা দিল রয়্যাল বেঙ্গল। বনদপ্তর সূত্রের খবর, সোমবারই ভাঁড়ারিয়ার জঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের পটমদার দিকে রওনা দিয়েছে বাঘটি। এনিয়ে জমশেদপুর বনবিভাগকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য।
বিশদ

পুলিস হেফাজত থেকে পালিয়েও হল না শেষরক্ষা, ফের গ্রেপ্তার রানা শেখ

অবশেষে পুলিসের জালে ধরা পড়ল পলাতক অভিযুক্ত রানা শেখ। রবিবার রাতে সাগরপাড়ার নওদাপাড়ায় একটি পরিত্যক্ত শৌচাগার থেকে তাকে টেনে বের করে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিস।
বিশদ

এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে লক্ষ্য ভেদ করবেন বাসন্তী

বরাবাজার থানার উদ্যোগে তিরান্দাজি শেখানো হবে। গ্রামেরই এক সিভিক ভলান্টিয়ারের থেকে সে একথা শুনেছিল। তারপর একদিন চুপচাপ মাঠে চলে গিয়েছিল বছর তেরোর ছোট্ট মেয়েটি। হাতে তুলে নিয়েছিল তির-ধনুক।
বিশদ

গঙ্গা গিলছে সামশেরগঞ্জ, ধুলিয়ান বাঁচাতে বরাদ্দ বৃদ্ধি মুখ্যমন্ত্রীর

ফিবছর বর্ষার পর নদীর জল নামতে শুরু করলেই ভাঙনে সর্বহারা হয় সামশেরগঞ্জবাসী। গত কয়েক বছরে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গঙ্গাবক্ষে। মানুষের দুর্দশার কথা ভাবে না কেন্দ্রীয় সরকার। তারা নির্বাচনে এলে শুধু বৈষম্যের রাজনীতি করতে নেমে পড়ে।
বিশদ

মুরারইতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, জানুয়ারিতেই খুলে যাবে আন্ডারপাস

রেলগেট ও যানজট সমস্যা থেকে মুরারইবাসীকে মুক্তি দিতে বছর দু’য়েক আগে রেলের আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখন তা প্রায় শেষ পর্যায়ে। পরীক্ষামূলকভাবে আন্ডারপাসের তলা দিয়ে লরি চলাচল করেছে।
বিশদ

আলুর পাইকারি দাম কমল, খুশি গৃহস্থ, উদ্বেগে কৃষকরা

গত পাঁচদিনে আলুর দাম প্যাকেট (৫০ কেজি) প্রতি ১২০ টাকা কমল। সোমবার খচুরো বাজারে নতুন আলুর দাম ১৪ টাকা কেজিতে নেমে এসেছে। শীতের সস্তা সব্জির পাশাপাশি তরতর করে আলুর দাম কমায় গৃহস্থদের মুখে চওড়া হাসি ফুটেছে।
বিশদ

খুলে গেল বড়ন্তি পর্যটন কেন্দ্রের বন্ধ থাকা টয়লেট

পর্যটন কেন্দ্রে আগত পর্যটক ও সাধারণ মানুষের জন্য সাঁতুড়ি ব্লকের বড়ন্তি পর্যটন কেন্দ্রের টয়লেটটি খুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদের টাকায় নির্মিত টয়লেটটি তৈরির পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
বিশদ

চন্দ্রকোণা-১ ব্লকে উন্নয়নে সেরা শিরোপা পেল ‘জাড়া পঞ্চায়েত’

চন্দ্রকোণা-১ ব্লকের অন্য সমস্ত পঞ্চায়েতকে পেছনে ফেলে এলাকার উন্নয়নে সেরার শিরোপা ছিনিয়ে নিল জাড়া গ্রাম পঞ্চায়েত। রবিবার ব্লক প্রশাসনের তরফে ওই পঞ্চায়েতকে ‘উৎকর্ষতা পুরস্কার’ দেওয়া হয়। বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ম মেনে তাড়াতাড়ি খরচ করেছে ওই পঞ্চায়েত।
বিশদ

কাটোয়া মহকুমা হাসপাতালের গ্রুপ-ডি কর্মীদের আবাসনের বেহাল অবস্থা

কাটোয়া মহকুমা হাসপাতালের চতুর্থ শ্রেণির দু’টি আবাসনের অবস্থা বেহাল হয়ে পড়েছে। কর্মীরা সকলে আতঙ্কে রয়েছেন। আবাসনের ঘরে বড় বড় ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে। চাঙর প্রায়ই ছেড়ে আসছে।
বিশদ

২৩ জানুয়ারি ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব, তাকিয়ে জেলাবাসী

ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব এবার সুবর্ণজয়ন্তী পালন করছে। আগামী ২৩ জানুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।
বিশদ

বাজার বসে ফুটপাতে, কুপন ছাপিয়ে তোলা আদায় কেন এলাকার ক্লাবের? আনুলিয়া বাজারে দুর্ঘটনার পর প্রশ্ন সাধারণ মানুষের

সরকারি রাস্তা, সরকারি ফুটপাত। তার উপরেই বসে আনুলিয়ার সবজি এবং মাছ বাজার। আর ব্যবসায়ীদের কাছ থেকে  ‘ভাড়া’ বাবদ টাকা তোলে পাড়ার ক্লাব! এক নয়, একাধিক ক্লাব রীতিমতো বাজারের নিজস্ব সীমানা ঠিক করে নিয়েছে।
বিশদ

নেতাজির জন্মদিনে ১০মাইল দৌড় প্রতিযোগিতা আয়োজন করছে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ১০মাইল দৌড় প্রতিযোগিতা হবে। ক্লাবের হীরকজয়ন্তী বর্ষে এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে।
বিশদ

জলঙ্গির কালীতলা বিলে পাকা কালভার্ট তৈরির দাবি

জলঙ্গির বিস্তীর্ণ কালীতলা বিলের মাঝে রয়েছে ৫০ ফুটের বাঁশের কালভার্ট। বিলের দু’দিকের রাস্তাকে জুড়েছে সেটি। জলঙ্গির চোঁয়াপাড়া ও সাদিখাঁরদিয়াড়-দু’টি পঞ্চায়েতের সীমানা বরাবর কালভার্টটি থাকায় কোনও পঞ্চায়েতই সেটি পাকা করতে উদ্যোগী হয়নি।
বিশদ

Pages: 12345

একনজরে
অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো নথি বানানোর ক্ষেত্রে এবার নাম জড়াল ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েত অফিস থেকেই কয়েকজন বাংলাদেশির জন্মের শংসাপত্র বানিয়েছিল বলে অভিযোগ। ...

ফের বিষ মদে মৃত্যুর ঘটনা ‘ড্রাই স্টেট’ বিহারে। রবিবার পশ্চিম চম্পারণ জেলার লাউরিয়ায় বিষ মদ খেয়ে সাতজনের মৃত্যুর খবর মিলেছে। ...

মহমেডান আছে মহমেডানেই। বকেয়া বেতনের দাবিতে সোমবার অনুশীলন বয়কট করলেন কাসিমভরা। ২৬ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ মুম্বই সিটি। তার আগে বিতর্কে জেরবার রেড রোডের পাশের ক্লাব। ...

বাংলাদেশে পালানোর আগেই গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। তার বাংলাদেশি সঙ্গী আব্দুল হুসেন ওরফে আবালকে করণদিঘির রসখোয়া থেকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জের পুলিস। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০১ - টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে-র মৃত্যু
১৯৩৩ - বিশিষ্ট ভাস্কর  শর্বরী রায়চৌধুরীর জন্ম
১৯৪৫- স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর মৃত্যু
১৯৭২ - মনিপুর, মেঘালয়, ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৮৬- অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্ম
২০০৮ - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১ - এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.০৩ টাকা ৮৭.১২ টাকা
পাউন্ড ১০৪.১৮ টাকা ১০৭.০৮ টাকা
ইউরো ৮৭.৮২ টাকা ৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৯,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৫,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ মাঘ ১৪৩১, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫। সপ্তমী ১৫/৪৩, দিবা ১২/৪০। চিত্রা নক্ষত্র ৪৩/১৩ রাত্রি ১১/৩৭। সূর্যোদয় ৬/২২/৪২, সূর্যাস্ত ৫/১৩/১০।  অমৃতযোগ দিবা ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/১৯ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ মধ্যে পুনঃ ৮/৪৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ২/০ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৭/৪৪ গতে ৯/৫ মধ্যে পুনঃ ১/৯ গতে ২/৩১ মধ্যে। কালরাত্রি ৬/৫২ গতে ৮/৩১ মধ্যে। 
৭ মাঘ ১৪৩১, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫। সপ্তমী দিবা ১১/২৫। চিত্রা নক্ষত্র রাত্রি ১০/৪৭। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১২। অমৃতযোগ দিবা ৮/৩১ গতে ১০/৪৩ মধ্যে ও ১২/৫৬ গতে ২/২৫ মধ্যে ও ৩/৯ গতে ৪/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/১৩ মধ্যে ও ৮/৪৯ গতে ১১/২৫ মধ্যে ও ১/৫৯ গতে ৩/৪৩ মধ্যে। বারবেলা ৭/৪৭ গতে ৯/৮ মধ্যে ও ১/১০ গতে ২/৩০ মধ্যে। কালরাত্রি ৬/৫১ গতে ৮/৩০ মধ্যে। 
২০ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প

20-01-2025 - 11:47:43 PM

পূর্ণকুম্ভে চলছে লেজার লাইট শো, বিনামূল্যেই দর্শন করতে পারছেন পুণ্যার্থীরা

20-01-2025 - 11:24:28 PM

আমেরিকার স্বর্ণযুগ শুরু হল, শপথ নেওয়ার পরেই দাবি ট্রাম্পের

20-01-2025 - 11:21:00 PM

লটারি এজেন্সির দোকান থেকে কয়েক হাজার টাকা ছিনতাই
পিস্তল দেখিয়ে একটি লটারির এজেন্সির দোকান থেকে কয়েক হাজার টাকা ...বিশদ

20-01-2025 - 09:58:00 PM

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে শুরু করেছেন অতিথিরা

20-01-2025 - 09:37:00 PM

স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে এলেন ডোনাল্ড ট্রাম্প

20-01-2025 - 09:19:00 PM