সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
অনুব্রত বলেন, একটা সময় এই মাঠে খেলা দেখার জন্য মানুষ গিজগিজ করত। অথচ নতুন প্রজন্ম মাঠে আসে না। তারা মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। তাই সকলকে মাঠে ফেরাতে হবে। খেলাধুলা বন্ধের জন্য মোবাইলকেই তিনি দায়ী করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে অনুদান দেন তা কোচিংয়ের জন্য, পিকনিক করার জন্য নয়। আদিবাসীরা একমাত্র খেলাধুলোকে এখনও ধরে রেখেছে। ক্লাবের সদস্য বুড়ো ঘোষাল ও সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন হাওড়া ইউনিয়ন বনাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা হয়। নির্দিষ্ট সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে বর্ধমান বিশ্ববিদ্যালয় ৪-২ গোলে টুর্নামেন্টের বিজয়ী হয়।