সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, খুনের ঘটনায় পরকীয়া সম্পর্কের ইঙ্গিত মিলেছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা মিঠুর বাপেরবাড়ি গোঘাটের পাতুলসাড়া এলাকায়। প্রথমে তাঁর গোঘাটে দেখাশোনা করে বিয়ে হয়। তাঁদের একটি মেয়েও হয়। কিন্তু, সেখান থেকে বধূ চলে আসেন। ১৩ বছর আগে তিনি ভালোবেসে আরামবাগের সালেপুরের দাস পাড়ায় রণজিৎকে বিয়ে করেন। কিন্তু, তারপরও তিনি এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন বলে দাবি। মাঝে তিনি ভিনরাজ্যেও চলে গিয়েছিলেন। রণজিৎ দিল্লিতে সোনার কাজ করত। মিঠু ও রঞ্জিতের বর্তমানে দুই ছেলে। এক ছেলের বয়স ১২ বছর। অন্যজন ছ’বছরের। সংসার হলেও স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত। দু’জনের মধ্যে অশান্তি থানা পর্যন্ত গড়ায়। কিন্তু, পরে মিটে যায়। একসঙ্গে সংসার করলেও অশান্তি থামেনি। ওই রাতে তা চরম আকার নিলে খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ। এদিন সকালে পুলিস শোয়ার ঘরের মেঝে থেকে বধূর মৃতদেহ উদ্ধার করে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতার বাপেরবাড়ির তরফে থানায় রঞ্জিতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। রণজিতের বউদি অনিমা দাস বলেন, আমরা কেউ জানতাম না। সকালে দেওর আমার স্বামীকে ঘটনার কথা জানিয়ে ছেলেদের দেখতে বলে। তারপর থানায় যাচ্ছে বলে চলে যায়। পরকীয়া সম্পর্কের জেরেই ওই ঘটনা ঘটেছে। তবে আমরা বেশি কিছু জানি না।