সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের একটি দোকানে রাতে সালোয়ার কামিজ পরে একজনকে ঢুকতে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি এক দোকানদার। পরে তিনি ভালো করে নিজের মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন যে সত্যিই একজন সালোয়ার কামিজ পরে দোকানে ঢুকেছে। এরপরেই তিনি আশপাশের দোকানদারদের ফোন করেন। পুলিসকেও বিষয়টি জানান। তারপরই দলবল নিয়ে দোকানের কাছে যেতেই সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে, সে আসলে মহিলা নয়। ছিঁচকে চোর আরমানই মহিলার বেশ ধরেছিল। দোকানদারের কাছ থেকে অভিযোগ পেয়েই পুলিস শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। কয়েকদিন আগে লাইট হাউস মোড়ে একটি দোকানে চুরি হয়। সেখানেও সে মহিলা সেজে দোকানের তালা ভেঙে কিছু সামগ্রী চুরি করেছে। একইভাবে শহরের অন্য একটি দোকানে চুরি করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস তাকে চিহ্নিত করে। পা এবং শরীরের গঠনই তাকে চিনিয়ে দেয়।
পুলিসের আধিকারিক বলেন, বিষ্ণুপুরের বিভিন্ন চুরির ঘটনায় দুষ্কৃতীদের নানা কৌশল অবলম্বন করতে দেখা গিয়েছে। কিন্তু মহিলা সেজে এই প্রথম চুরি করতে দেখা গেল। -নিজস্ব চিত্র