সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর থানার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কের চিনপিনা রেলগেট দুর্ঘটনা প্রবল এলাকা হয়ে উঠেছে। রেলগেটে প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। রেল লাইনের উপর বসানো স্ল্যাবগুলিতে যানবাহনগুলি আটকে যাচ্ছে। রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াতকারী মানুষেরা দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনের উপর বসানো স্ল্যাবগুলি ভালোভাবে বসানোর জন্য আবেদন জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা -আসানসোল শাখায় রেল চলাচল করে। সেই শাখার মধ্যে চিনপিনা রেলগেটটি রয়েছে। ওই রেলগেটের উপর দিয়ে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কটি গিয়েছে। রেললাইনের উপর সড়ক পথে যানবাহন যাতায়াতের জন্য লাইনের উপর সিমেন্টের স্ল্যাব বসানো হয়েছে। অভিযোগ, যে স্ল্যাবগুলি বসানো হয়েছে সেগুলি লাইন থেকে অনেকটা নীচে রয়েছে। ফলে রেল লাইনে গাড়িগুলি আটকে যাচ্ছে। শুধু তাই নয় স্ল্যাবগুলি সঠিকভাবে বসানো হয়নি। ফলে যখন তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলি নড়ছে। ফলে বাইক, টোটো, অটোর মতো ছোট যানবাহনগুলি দুর্ঘটনার কবলে পড়ছে।
রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রিয়াঙ্কা মণ্ডল, বাসন্তী বাউরি, অশোক লায়েক বলেন, রেললাইনে বসানো স্ল্যাবগুলি নড়বড়ে এবং রেলের লাইন থেকে অনেকটা নিচুতে বসানো হয়েছে। ফলে রেললাইনে যেমন গাড়িগুলি আটকে যাচ্ছে তেমনি নড়বড়ে স্ল্যাবগুলির জন্য সেগুলি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত রেল গেটটির কাজ করা হবে। -নিজস্ব চিত্র