সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
মেলা কমিটির সভাপতি বলেন, ২৫ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন মন্ত্রী মানস ভুঁইয়া। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পুলিস সুপর ধৃতিমান সরকার, স্থানীয় বিধায়ক তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। মেলায় বিভিন্ন রকমের স্টল থাকছে। খাবারের স্টল তো আছেই। স্বসহায়ক গোষ্ঠীগুলিকেও স্টল দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। সভাপতি বলেন, ২০১৬ সালে যখন মেলা শুরু হয় সেই সময় স্বসহায়ক গোষ্ঠীগুলি স্টল দিয়েছিল।
এবার এই মেলার মূল আকর্ষণ দাদাগিরি খেলা ও দিদি নম্বর ওয়ান খেলা এবং বসে আঁকো প্রতিযোগিতা। সভাপতি বলেন, ৩৫টি স্কুলের একটি করে টিম নিয়ে হবে দাদাগিরি খেলা। মহিলাদের নিয়ে হবে দিদি নম্বর ওয়ান খেলা। বিভিন্ন গ্রুপে ভাগ করে হবে বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের আসল লক্ষ্য এলাকার মানুষ যাতে এই মেলাকে ঘিরে আনন্দে মেতে থাকতে পারেন। এছাড়াও প্রতিদিন নামী শিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্থানীয়রাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। -নিজস্ব চিত্র