স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে দুটি যাত্রীবাহী ট্রেকার হরিহরপাড়ার দিক থেকে বহরমপুরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ে একটি ট্রেকার অপর ট্রেকারটিকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ট্রেকারটি রাস্তার উপরেই উল্টে যায়। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিসও। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেকারটিতে ১০ জন যাত্রী ছিলেন। তাঁর মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ঘটনায় জখম হয়েছেন প্রত্যেকে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারটিতে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালকের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।