অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
আরজি কর হাসপাতালের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছে। তাই মহিলাদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাতে আত্মরক্ষার বিষয়টিও রয়েছে। এদিন তেজস্বিনী কর্মশালার উদ্বোধনে জেলাশাসক থেকে পুলিস সুপারের বক্তব্যে সেকথাই উঠে আসে। আত্মরক্ষার কোনও বিকল্প নেই। নিরাপত্তা দিয়ে সব বিপদ আটকানো সম্ভব নয়। পরিস্থিতি মোকাবিলায় মহিলাদের আত্মরক্ষায় স্বাবলম্বী হয়ে উঠতে হবে। প্রতিরোধে শারীরিক ও মানসিক শক্তি অর্জন সমানভাবে জরুরি। ক্যারাটে প্রশিক্ষণ সেই আত্মবিশ্বাস জোগাবে বলে পড়ুয়ারাও মনে করছেন।
প্রথম পর্যায়ে ৬২ জন মেডিক্যাল ছাত্রী আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে চলেছেন। পুলিস সুপার বলেন, রাজ্যে এই প্রথম মেডিক্যাল কলেজ পড়ুয়াদের এই ধরণের প্রশিক্ষণ হচ্ছে। একমাসের এই প্রশিক্ষণ শিবির হবে। অন্যান্য কলেজ ও গার্লস স্কুলেও এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কলেজের অধ্যক্ষা বলেন, মেয়েদের কাজ ছাড়াও নানা কারণে বাড়ির বাইরে বের হতে হয়। তাঁদের নানা সমস্যারও সম্মুখীনও হতে হয়। আত্মরক্ষার প্রশিক্ষণ মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। পড়ুয়ারা ছাড়াও মেডিক্যাল কলেজের কর্মীরাও এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহের তেহেসিম বলেন, আরজি কর হাসপাতালে ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। আমরা নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত। কলেজে এই ধরনের প্রশিক্ষণ শিবির হবে শুনেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। ক্যারাটে প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।