অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
মাত্র কয়েকদিন আগেই নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেল থেকে লরি পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল। মালবোঝাই লরি গঙ্গায় পড়ে যাওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তি শান্তিপুর থেকে কালনায় ছানা বিক্রি করতে যাচ্ছিলেন। এদিনও সেরকমই ঘটনা ঘটে।
এদিন সকালে কালনা থেকে আসা একটি ভেসেলে লরিটি নিয়ে আসা হয়। নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেল থেকে নামানোর সময় লরিটির পিছনের অংশ ডালা থেকে জলে পড়ে যায়। পাড়ের কাছে দুর্ঘটনা ঘটায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। এঘটনায় কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যাত্রী ও ভেসেল পরিষেবা বিঘ্নিত হয়। প্রায় একই ধরনের ঘটনা ফের ঘটায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। লরিটির পিছনের অংশ জলে পড়ে যাওয়ার পর শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিস তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পাড়ের কাছে হাইড্রোলিক ক্রেন এনে জল থেকে লরিটির ওই অংশ তুলে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বারবার একই ধরনের ঘটনা যাতে না ঘটে, তারজন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। আগের দিন দুর্ঘটনায় একজনের প্রাণ গিয়েছে। ভবিষ্যতে ফের এধরনের দুর্ঘটনা ঘটলে আরও বড় বিপদ হতে পারে। তাই প্রশাসন পদক্ষেপ নিক।