জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, মৃতের নাম কিষাণ কুমার(২৬)। তিনি বিহারের বাসিন্দা। এই মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন কিষাণ। আর দুই মাস পরেই তিনি পুরোদস্তুর চিকিৎসক হতেন।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, রাতে ওই পড়ুয়া নিজের ঘরেই ছিলেন। খাবার জন্য বন্ধুরা তাঁকে ডাকতে গিয়ে এই কাণ্ড দেখতে পায় বলে দাবি। খবর পেয়ে ছুটে আসেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: নির্মলকুমার মণ্ডল, এমএসভিপি ডা: সৌরদীপ রায়সহ অন্যান্য আধিকারিকেরা। কোচবিহার কোতোয়ালি থানার পুলিসও ঘটনাস্থলে আসে। রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, মেডিক্যাল কলেজের পক্ষ থেকে রাতেই ওই ইন্টার্নের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিহার থেকে তাঁরা মেডিক্যাল কলেজের দিকে রওনা দিয়েছেন। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল পুলিস তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।